ওয়েব ডেস্ক : যুদ্ধ ক্ষেত্রের পরিস্থিতি পাল্টে দিতে ভারতের হাতে এল নতুন অস্ত্র। নাম তার ‘মাউন্টেড গান’ (Mounted Gun)। এই চলমান কামান তৈরি করেছে ডিআরডিও (DRDO)-র ভেহিকেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (VRDE) । জানা গিয়েছে, এই অস্ত্রের মধ্যে দুর্ধর্ষ গতি, বিধ্বংসী ক্ষমতা রয়েছে। পাশাপাশি চরম প্রতিকূল পরিবেশের মধ্যেও এটি মোতায়েনযোগ্য। দ্রুত এর ট্রায়াল সেনা করবে বলে খবর।
১৫৫ মিমি, ৫২ ক্যালিবারের এই চলমান কামান এক মিনিটে ছুঁড়তে পারবে ৬টি গোলা। একবার গোলা ছোড়ার ৮৫ সেকেন্ডের মধ্যে আবার গোলা ছুঁড়তে প্রস্তুত থাকবে এই কামানটি। মরুভূমি হোক, পাহাড় হোক অথবা কোনও দুর্গম অঞ্চল। যেকোনও জায়গায় মোতায়েন করা যাবে এই অস্ত্রটি।
আরও খবর : ওভারটাইমে ‘না’ ইনফোসিসের, কাজের সময়সীমা পেরোলেই সতর্কী ইমেল কর্মীদের
এই কামানের ওজন ৩০ টন। এটি বুলেটপ্রুফ। এর মধ্যে থাকতে পারবেন ৭ জন সেনা সদস্য। এটি সি-১৭ বিমানের সাহায্যে যেকোনও জায়গায় সহজে মোতায়েন করা যেতে পারে। এই চলমান কামানের অঞ্চলে গতি ঘণ্টায় ৬০ কিমি, সমতলে তা বেড়ে দাঁড়ায় ৯০ কিমি।
এই অস্ত্র বিদেশ থেকে কিনলে প্রত্যেক কামানের দাম পড়ে যেত ৩০-৩৫ কোটি টাকা। VRDE জানিয়েছে, দেশে তৈরি করার ফলে এই চলমান কামানের উৎপাদনে খরচ হয়েছে মাত্র ১৫ কোটি টাকা। অর্ডার এলে সেই টাকা আরও কমতে পারে। প্রসঙ্গত, গোটা বিশ্ব যেভাবে যুদ্ধে দিকে ঝুঁকছে, সেক্ষেত্রে ভারতের এখনই দরকার ৭০০-৮০০ মাউন্টেড গান (Mounted Gun)। যুদ্ধ পরিস্থিতিতে যা ভারতকে অনেকটা সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেখুন অন্য খবর :