নয়া দিল্লি: দেশে আবারও বাড়ল দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে ৪১,৮০৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যা বুধবারের থেকে ৭.৭ শতাংশ বেশি। তবে, আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৮১ জন। সুস্থতার হার বেড়েছে ৯২.২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন মোট ৩৯,১৩০ জন।
বৃহস্পতিবার পর্যন্ত গোটা দেশে আক্রান্ত হয়েছেন ৩,০৯,৮৭,৮৮০ জন। সুস্থ হয়েছেন ৩,০১,৪৩,৮৫০ জন। সারা দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,৩২,০৪১ জন। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪,১১,৯৮৯ জন।
করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে ৩৯,১৩,৪০,৪৯১ মানুষ করোনা টিকা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৩৪,৯৭,০৫৮ জন। তবে, টিকা নিলেও করোনা থেকে বাঁচতে মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে।