নয়াদিল্লি: জ্বালানির দামবৃদ্ধি ইস্যুতে মোদি সরকারকে বেনজির আক্রমণ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে চিদম্বরম বলেন, ট্যাক্স বসানোর মাধ্যমে পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি কেন্দ্রের তোলাবাজি। তাঁর মতে, পেট্রোলের দামের তিনভাগের একভাগই কেন্দ্রকে ট্যাক্স হিসেবে কেন্দ্রকে দিতে হয় উপভোক্তাদের। কোনও দ্রব্যে ৩৩ শতাংশ কর তোলাবাজি ছাড়া কিছুই নয়।
চিদম্বরম বলেন, একজন উপভোক্তা প্রতি লিটার পেট্রোলের জন্য ১০২ টাকা খরচ করলে তার মধ্যে ৪২ টাকা তেল কোম্পানিগুলি পায়। এই টাকার মধ্যে ক্রুড অয়েলের পরিশোধনের খরচও রয়েছে। বাকি টাকার মধ্যে ৩৩ টাকা কেন্দ্রীয় সরকার এবং ২৪ টাকা রাজ্য সরকার পায়। ডিলার পায় মাত্র ৪ টাকা। অর্থাৎ, সবমিলিয়ে প্রায় ৩৩ শতাংশ অর্থ ট্যাক্স হিসেবে কেটে নেয় কেন্দ্র। যা তোলাবাজির নামান্তর!
আরও পড়ুন: ‘জ্বালানির জ্বালা’ অব্যাহত, পুজোর মুখে বাড়ল সিলিন্ডারের দাম
বিগত একমাস যাবত বেড়েছে জ্বালানির দাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে ‘লোভী’ সরকার হিসেবে কটাক্ষ করে তিনি বলেন, অন্যভাবে কর আদায় করতে হবে। সরকারের ব্যয় আদায়ের জন্য একটি মাত্র উৎস থেকে আদায় করা রাজস্বের উপর নির্ভর করা বন্ধ করা উচিত। পেট্রোল এবং ডিজেলের উপর ধনী ব্যক্তি এবং দরিদ্র ব্যক্তি প্রদত্ত করের পরিমাণ একই। এই বিষয়টি নিয়েও তোপ দাগেন চিদম্বরম।
এ দিকে উৎসবের মরশুমে টানা তিনদিন দাম বাড়ল জ্বালানির। ১২ ও ১৩ অক্টোবর পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। ১৪ তারিখ অর্থাৎ দুর্গাপুজোর নবমী থেকে একাদশী পর্যন্ত লাগাতার ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। আজ, শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৩৬ পয়সা ও ডিজেলের দাম ৩৫ পয়সা বাড়ল। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৬ টাকা ১০ পয়সা হল। ডিজেলের দাম হল লিটারে ৯৭ টাকা ৩৩ পয়সা।
আরও পড়ুন: পেট্রোল এগোলেও অর্থনীতি থেকে কর্মসংস্থানে পিছোচ্ছে ‘মোদির ভারত’