শ্রীনগর: উপত্যকায়(J&K Delimitation Draft) আরও আসন বাড়ল। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)অতিরিক্ত সাতটি আসন বাড়ানোর সুপারিশ করেছে ডিলিমিটেশন কমিশন(Delimitation Commission)। জম্মুতে ৬টিএবং কাশ্মীর উপতক্যায় একটি আসন বাড়ছে। সব মিলিয়ে জম্মুতে আসন হবে ৪৩টি এবং কাশ্মীরে ৪৭টি। এর মধ্যে এস টির জন্য ৯ টি এবং এসসির জন্য ৭ টি আসন সংরক্ষিত রাখা আছে। ডিলিমিটেশন কমিশনের এই প্রস্তাবের ব্যাপারে সব পক্ষকে ৩১ ডিসেম্বরের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে। জম্মু কাশ্মীরের মোট ৯০টির মধ্যে ২৪টি আসন থাকবে পাক অধিগৃহীত কাশ্মীরে।এই প্রথম জম্মু কাশ্মীরে এসটির জন্য আসন সংরক্ষণ করা হল।
The draft recommendation of the J&K delimitation commission is unacceptable. The distribution of newly created assembly constituencies with 6 going to Jammu & only 1 to Kashmir is not justified by the data of the 2011 census.
— Omar Abdullah (@OmarAbdullah) December 20, 2021
সোমবার ডিলিমিটেশন কমিশনের বৈঠক বসে দিল্লিতে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ন্যাশেনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা(MP Farooq Abdullah), মহম্মদ আকবর লোন,হাসনাইন মাসুদি এবং বিজেপির যুগল কিশোর শর্মা বইথকে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে জম্মুতে ৩৭টি এবং কাশ্মীরে ৪৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে।ডিলিমিটেশন কমিশনের প্রধান হলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছিলেন খুব শীঘ্রই আসন পুনর্বিন্যাস সেরে ফেলা হবে।