ওয়েব ডেস্ক: উৎসবের মরশুমে শেষ হচ্ছে সেপ্টেম্বর। একদিন পরেই শুরু হচ্ছে অক্টোবর (October Changes)। আর নতুন মাসের প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনে। ডিজিটাল লেনদেন থেকে রেল টিকিট বুকিং (Railway Ticket Booking), পেনশন ব্যবস্থা (Pension System) থেকে গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Price)—সব ক্ষেত্রেই আসছে নতুন পরিবর্তন।
তাই লেনদেন, টিকিট বুকিং, ব্যাঙ্কিং কিংবা গৃহস্থালি খরচের ক্ষেত্রে আগে থেকেই পরিকল্পনা করে নেওয়াই শ্রেয়। একনজরে দেখে নিন আক্টোবর থেকে কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে।
আরও পড়ুন: Whatsapp-কে টেক্কা ভারতে তৈরি অ্যাপের! মাথায় হাত জুকারবার্গের
দেখুন আরও খবর: