নয়াদিল্লি: আইসক্রিম খেতে ভালোবাসেন পি ভি সিন্ধু (PV Sindhu)৷ ২০১৬-র রিও অলিম্পিকের সময় তাঁকে আইসক্রিম খেতে দেখে ফেলেছিলেন কোচ পুল্লেলা গোপিচাঁদ৷ এ জন্য সিন্ধুকে বকাঝকাও করেছিলেন তিনি৷ কেননা, টুর্নামেন্টের সময় খাওয়া-দাওয়ার ব্যাপারে খেলোয়ারদের ভীষণ সতর্ক থাকতে হয়৷ ‘শাস্তি’ দিতে ব্যাডমিন্টন তারকার ফোন কেড়ে নিয়েছিলেন তিনি৷ কোনও এক সাক্ষাতকারে কথাগুলি ফাঁস করে দিয়েছিলেন গোপিচাঁদ৷ পাঁচ বছর পর পুরনো কথাগুলো সিন্ধুকে মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷
আরও পড়ুন: অলিম্পিকের আগে অ্যাথলিটদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী
২৩ জুলাই অলিম্পিকের আসর বসছে টোকিওতে৷ অলিম্পিকে নামার আগে আজ মঙ্গলবার ভারতীয় অ্যাথলিটদের আত্মবিশ্বাস বাড়াতে তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই আলোচনায় যোগ দেন পি ভি সিন্ধুও৷ এবারের অলিম্পিকে পদক জয়ের অন্যতম দাবিদার তিনি৷ রিও অলিম্পিকে ভারতকে রূপোর পদক এনে দিয়েছিলেন হায়দরাবাদের এই ব্যাডমিন্টন তারকা৷ এবারও তাঁকে নিয়ে ভারতীয়দের প্রত্যাশা বিপুল৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন সিন্ধু ও তাঁর বাবা-মায়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন৷ সিন্ধু যে আইসক্রিম খেতে ভালোবাসেন তা জানেন মোদি৷ মজার ছলে জানতে চান, এখনও তিনি আইসক্রিম খেতে ভালোবাসেন কিনা৷ জবাবে সিন্ধু জানান, একজন অ্যাথলিটের পক্ষে ডায়েট খুব গুরুত্বপূর্ণ৷ ফিটনেসের জন্য খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করতে হয়৷ অলিম্পিকের জন্য তিনি ডায়েট মেনে চলছেন৷ প্রতিযোগিতার জন্য খুব বেশি আইসক্রিম খাচ্ছেন না৷
আরও পড়ুন: হাওড়া কোর্টে ‘অলিম্পিক’, আসামী ধরতে পুলিশের লম্বা রেস
শুনে প্রধানমন্ত্রী বলেন, ‘কঠোর পরিশ্রম করতে থাকুন৷ আমার বিশ্বাস আপনি এবারও সফল হবেন৷’ এর পরই হালকার ছলে মোদি বলেন, ‘যদি অলিম্পিকের পর আপনার সঙ্গে দেখা হয়, তাহলে আপনার সঙ্গে আইসক্রিম খাবো৷’
Being an athlete requires a rigorous schedule and hardwork. I asked @Pvsindhu1 about her love for ice-cream and also interacted with her parents. pic.twitter.com/Hlapc8VJhp
— Narendra Modi (@narendramodi) July 13, 2021
পি ভি সিন্ধু ছাড়াও এদিন দীপিকা কুমারী, মেরি কম, নীরজা চোপড়ার মতো অ্যাথলিটদের সঙ্গেও কথা বলেন মোদি৷ এবার ভারত থেকে অলিম্পিকে অংশ নিচ্ছেন ১২৬ জন অ্যাথলিট৷ অলিম্পিকে এটাই ভারতের সবথেকে বড় প্রতিনিধি দল৷ ১৮টি খেলার ৬৯ ইভেন্টে যোগ দেবেন ভারতীয় অ্যাথলিটরা৷