ওয়েব ডেক্স: নকশালদের বড়সড় ষড়যন্ত্র বানচাল করল নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ের (Chhattishgarh) সুকমায় (Sukma) উদ্ধার হল এক কেজি IED। কণ্টা গোলপল্লী সড়কে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় IED। রাজ্য পুলিশ ও CRPF যৌথ বাহিনীর সাফল্য। অপরদিকে, মঙ্গলবার বাড়ি ফিরল IED বিস্ফোরণে নিহত কনস্টেবেলের নিহত দেহ।
ছত্তিশগড়ের বিজাপুরে IED বিস্ফোরণ। রক্ত বন্যা। ছিন্নভিন্ন জওয়ানদের দেহ। বিস্ফোরণের তীব্রতায় পুলিশবাহিনী সহ আস্ত একটি গাড়ি উঠল শূন্যে। মঙ্গলবার সেই দৃশ্য ছিল চমকে ওঠার মতো। এই আবহে নকশালদের আরও একটি ষড়যন্ত্র বানচাল করল নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: কুলিক এক্সপ্রেস থেকে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রী
বুধবার ছত্তিশগড়ের সুকমায় উদ্ধার হয়েছে ১০ কেজি IED। কণ্টা গোলপল্লী সড়কে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় IED। বড় সাফল্য রাজ্য পুলিশ ও CRPF যৌথ বাহিনীর।
গত বেশ কয়েকমাস ধরে ছত্তিশগড়ে নকশাল বিরোধী আন্দোলন চালাচ্ছে ভারতীয় সেনা। তার মধ্যেই এই হামলা। জানা যাচ্ছে, বিজাপুরে নিরাপত্তা বাহিনীর একটি দল সার্চ অপারেশন শেষ করে ফিরছিল। তখনই তাঁদের লক্ষ্য করে চালানো হয় হামলা।
দেখুন আরও খবর:
The post বানচাল নকশালদের বড়সড় ষড়যন্ত্র, ছত্তিশগড়ের সুকমায় উদ্ধার ১০ কেজি IED first appeared on KolkataTV.
The post বানচাল নকশালদের বড়সড় ষড়যন্ত্র, ছত্তিশগড়ের সুকমায় উদ্ধার ১০ কেজি IED appeared first on KolkataTV.