বেঙ্গালুরু: ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান (Aircraft Crash)) ‘কিরণ’। প্রাণে বাঁচলেন মহিলা পাইলট-সহ ২। প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বায়ু সেনার ওই বিমান বৃহস্পতিবার কর্নাটকের (Karnataka) চামরাজনগরের কাছে ভেঙে পড়ে। যদিও দুর্ঘটনার জেরে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। তবে এই ঘটনা কেন ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গড়ার কথা জানিয়েছে ভারতীয় বায়ুসেনা।
জানা গিয়েছে, নিয়ম মাফিক টহল প্রশিক্ষণের জন্য উড়ে গিয়েছিল আকাশে। নিয়ন্ত্রণহীন ভাবে বিমানটি পরে একটি ফাঁকা মাঠে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে বিমানের ভাঙা যন্ত্রাংশে। বিমানে বায়ুসেনার দু’জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি ভেঙে পড়ার আগেই তাঁরা নিরাপদে ‘ইজেক্ট’ করে প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমে আসেন। স্থানীয়রা দমকল ও প্রশাসনকে খবর দেয়। দমকলকর্মীরা এসে বিমানের আগুন নেভানোর চেষ্টা করেন।
আরও পড়ুন:Iraqi Archeological Marvels | বালিতে চাপা পড়ছে ইরাকের প্রত্নতাত্ত্বিক সম্পদ, নেপথ্যে জলবায়ু পরিবর্তন
বায়ুসেনা বিবৃতিতে জানিয়েছে, “কর্নাটকের চমরাজনগরের কাছে প্রশিক্ষণের কাজে ব্যবহার হওয়া একটি কিরণ বিমান ভেঙে পড়েছে। বিমানটি প্রশিক্ষণের কাজেই ব্যবহার হচ্ছিল। দুই চালকই নিরাপদে রয়েছেন। কেন এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত করা হবে।” দুর্ঘটনার কারণ জানতে একটি কোর্ট অফ এনকোয়াইরি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে যাবেন বায়ুসেনার আধিকারিকরা। এছাড়াও বিমানে থাকা দুই পাইলটের সঙ্গে তারা কথা বলবেন। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে বের করার চেষ্টা করবেন তদন্তকারীরা।
উল্লেখ্য, এর আগে গত ৮ মে ভারতীয় বায়ুসেনার মিগ ২১ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল রাজস্থানের হনুমানগড়ে। দুর্ঘটনায় তিন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। এর কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার ধ্রুব হেলিকপ্টার ভেঙে পড়েছিল। তাতে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছিল। এই দুই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণ বিমান।