ওয়েব ডেস্ক: হিন্দি-মারাঠি বিতর্কে (Language Politics) ফের নয়া আগুন। মহারাষ্ট্রে (Maharashtra) ‘ভাষা’ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহেই ফের ভাইরাল (Viral) বাল ঠাকরের (Bal Thackeray) পুরনো ভিডিও। যে ভিডিওতে বলতে শোনা যায়, “আমি মহারাষ্ট্রে মারাঠি হতে পারি, কিন্তু ভারতে আমি হিন্দু। ভাষাগত পরিচয়ের উপরে হিন্দুত্বকে স্থান দেওয়া উচিত।” নতুন এই এই ভিডিও ভাইরাল হওয়ার পর ঠাকরের মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যে ভাষা বিতর্ক আরও জোরদার হয়েছে।
শনিবার রাত থেকেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। তারপরই মুম্বইয়ের এক জনসভায় উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে দীর্ঘ কুড়ি বছরের বিরোধ ভুলে সঙ্ঘবদ্ধ হন। ওই সমাবেশে তাঁরা রাজ্যসরকারের কাছে দাবি করেন, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হিন্দিকে ডিফল্ট ভাষা বানানোরব নোটিস প্রত্যাহার করতে। ভিডিওটির ভাইরাল হওয়ার বহর দেখে অনেকেই মনে করছেন, এটি একটি রাজনৈতিক স্টান্ট। যা সরকারবিরোধীতা জোরদার করার জন্য আগুনে ঘি ঢালার মতো।
আরও পড়ুন: স্ট্রাটেজিক শক্তি বৃদ্ধি ভারতের, বায়ুসেনায় যুক্ত হচ্ছে ইজরায়েলের মিসাইল!
“I may be Marathi in Maharashtra but I am Hindu in Bharat. We must embrace Hindutva over linguistic identities”
Balasaheb Thackeray
pic.twitter.com/KRrMVkGpYc— Kashmiri Hindu (@BattaKashmiri) July 5, 2025
সমাবেশে উদ্ধব ঠাকরে বলেন, “আমি এবং রাজ- দু’জনেই হিন্দিকে জনগণের উপর চাপাতে দেব না, মারাঠি ভাষাভাষীদের মধ্যে ঐক্য চাই এখন।” ওই সমাবেশে জাতীয় শিক্ষানীতির বাতিল করাকে “জয়” হিসেবে ঘোষণা করা।
উদ্ধব সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “আমরা বিজেপিকে হিন্দি চাপিয়ে দিতে দেব না। সমস্ত মারাঠি ভাষাভাষীদের ঐক্যবদ্ধ হতে হবে। অন্যদিকে, রাজ ঠাকরে আরও কঠোর ভাষায় বলেন, “মহারাষ্ট্রকে ছুঁয়ে দেখার চেষ্টা করো, কী হয় দেখে নিও।” তিনি অভিযোগ করেন, কেন্দ্রের তিন-ভাষা নীতির মাধ্যমে ধীরে ধীরে মুম্বাইকে মহারাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত চলছে।
দেখুন আরও খবর: