নয়া দিল্লি: ভারতীয় ফৌজদারি আইন অনুযায়ী মানুষের দাঁত ভয়ংকর অস্ত্র নয়। রায় বোম্বে হাইকোর্টের (Bombay High Court)। পাঁচ সদস্যের একটি পরিবারের বিরুদ্ধে আইপিসি’র ৩২৪ (IPC 324) ধারা অনুযায়ী, ভয়ঙ্কর অস্ত্র হিসেবে দাঁত প্রয়োগের অভিযোগ আনা হয়েছিল।
২০০৪ সালের শাকিল আহমেদ মামলায় রায় অনুযায়ী, মানুষের দাঁতকে কোনও ভাবেই প্রাণঘাতী অস্ত্র বলা যায় না। ওই রায়কে এক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। অভিমতসহ অভিযোগ খারিজ বিচারপতি বিভা কঙ্কনওয়াদি ও বিচারপতি সঞ্জয় দেশমুখের।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে লাগেজের দায়িত্ব যাত্রীরই: দিল্লি হাইকোর্ট
সোলঙ্কার পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে পরিবারের পুত্রবধূর বিরোধ। জমি, বাড়ি এবং ইটভাটার মালিকানা নিয়ে। ভাটা থেকে ইট সরবরাহের সময় পুত্রবধূ ও তার ভাইয়ের বাধাদান। দ্বিপাক্ষিক সংঘর্ষের সময় পুত্রবধূ ও তার ভাইয়ের হাতে অভিযুক্ত পরিবারের সদস্যদের দ্বারা কামড়ে দেওয়ার অভিযোগ। পুত্রবধূর অভিযানের ভিত্তিতে এফআইআর দায়ের।
জানা গিয়েছেল, আঘাত সামান্য। কোন ভয়ংকর অস্ত্র দ্বারা নয়। কঠিন ও ভোঁতা কিছুর দ্বারা আঘাত। মানুষের দাঁতে নয়। এমন মেডিকেল রিপোর্টকে ভিত্তি করে ও সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে অভিযোগ খারিজ।
দেখুন আরও খবর: