ওয়েবডেস্ক: নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রধানমন্ত্রীর পদে বসার পর থেকেই ভারতকে প্রতিরক্ষার (Defence) দিক দিয়ে ক্রমশই শক্তিশালী করে তুলেছেন। আজ তা শুধু দেশ নয়, বিশ্বের প্রতিটি কোনা জানতে পারছে ভারত সামরিক দিয়ে ঠিক কতটা শক্তিশালী। কাশ্মীরে (Kashmir) পহেলগাম (Pahalgam) কাণ্ডে পাকিস্তানের যোগ্য জবাব দেওয়ার জন্য ‘অপারেশন সিঁন্দুর’ (Operation Sindur) অভিযানে পাক সরকারকে নিজের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারত।
পাকিস্তানের আবেদনে ভারত যুদ্ধ বিরতিতে রাজি হওয়ার পরেই পাকিস্তান সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে দেয়। যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গোলা গুলি চালাতে শুরু করে। ভারতের অল্প সামরিক ছোঁয়াতেই কুপোকাৎ হয়েছে পাকিস্তান। তবে দেশের সুরক্ষার কথা মাথায় রেখে ব্রহ্মস সুপারসনিক ক্ষেপনাস্ত্র উৎপাদন ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
আরও পড়ুন: পাকিস্তানের যুদ্ধ বিরতি লঙ্ঘন, বিরাট মন্তব্য রাজনাথ সিংয়ের
ব্রহ্মস কেন শক্তিশালী-
ব্রহ্মস বিশ্বের দ্রুততম, সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি। শুধু সীমান্তেই নয়, এবার সীমান্তের ওপারেও সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে সক্ষম হবে ভারত। ৩০০ কোটির বাজেটে তৈরি এই ইউনিট বছরে প্রায় ৮০ থেকে ১০০ টি ক্ষেপনাস্ত্র উৎপাদনে সক্ষম। এই সুপারসনিক ক্ষেপণাস্ত্র ভারতের অস্ত্রভান্ডারকে আরও সমৃদ্ধ করে তুলবে। ডিআরডিওর (DRDO) অত্যাধুনিক প্রজন্মের এই মিসাইলগুলি প্রায় ২৯০-৪০০ কিমি দুরত্বে অত্যন্ত দ্রুতগতিতে আঘাত হানতে সক্ষম।
ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ইউনিটের মিসাইলগুলি জল-স্থল-আকাশ, যেকোনও জায়গা থেকে নিক্ষেপ করা সম্ভব।
২০২১ সালে এই ইউনিটটির শিলান্যাস হয়। ৮০ হেক্টর জমির এই ইউনিটটি গড়ে উঠেছে। উত্তরপ্রদেশ এই জমি কোনও অর্থ ছাড়াই ব্রহ্মস তৈরির জন্য দান করেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক দেশের সুরক্ষায় ব্রহ্মস উৎপাদনে আরও জোর দিল। এই ইউনিটতে প্রতি বছর ৮০ থেকে ১০০টি ব্রহ্মস তৈরি হবে।
দেখুন ভিডিও-