ওয়েব ডেস্ক: এবার সাম্প্রদায়িক অশান্তিতে (Communal Violence) হিংসা ছড়াল হরিদ্বারে (Haridwar)। দেবভূমিতেও ঘটল নক্ক্যারজনক ঘটনা। হরিদ্বারের মঙ্গলৌর এলাকায় কাঁওয়ার যাত্রার সময় ঘটে গেল এক মারাত্মক সাম্প্রদায়িক হিংসার ঘটনা। একটি মুসলিম পরিবারকে লক্ষ্য করে একদল কাঁওয়ারিয়া (Kanwariya) হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় গাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের উপর শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে।
অশান্তির সূত্রপাত একটি ছোটখাটো সড়ক দুর্ঘটনা থেকে। রাস্তায় যাওয়ার সময় মুসলিম পরিবারের গাড়ি রাস্তায় হাঁটতে থাকা কাঁওয়ারিয়াদের হালকা ছুঁয়ে যায় বলে জানা গিয়েছে। এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িচালকের ধর্মপরিচয় জানার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত কাঁওয়ারিয়ারা মুসলিম পরিবারের সদস্যদের গাড়ি থেকে নামিয়ে জোর করে বাইরে বের করে আনেন। এরপর গাড়ির দরজা ভাঙা হয়, পুরুষ যাত্রীদের তাড়া করে মারধর করা হয়, এবং গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
আরও পড়ুন: মহরমের মিছিলে ঝলসে গেলেন ৫০ জন, কীভাবে ঘটল দুর্ঘটনা?
ভিডিও ভাইরাল হওয়ার পর, হরিদ্বার পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে। শনিবার পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, “মঙ্গলৌর এলাকায় কাঁওয়ারের সময় সময় এক গাড়ি কিছু কাঁওয়ারিয়ার গায়ে লেগে যায়। রাগের বশে তারা গাড়িটির উপর হামলা চালায়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মঙ্গলৌর থানায় আইনি ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং প্রক্রিয়ামাফিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
हरिद्वार में मामूली से विवाद पर कांवड़ यात्रियों ने कैसे मुस्लिम परिवार को पीटा । देखें ।
इस उद्दंडता या भाषा के नाम पर तोड़फोड़ करने वालों में क्या अंतर दिख रहा है?
कौन धर्म या भाषा ऐसे व्यवहार की अनुमति देता है?
https://t.co/9yzJ8y79Mo— Narendra Nath Mishra (@iamnarendranath) July 6, 2025
ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে। বহু মানুষ কড়া পদক্ষেপের দাবি তুলেছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তদন্ত সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে।
দেখুন আরও খবর: