ভোপাল: ট্রাকের সঙ্গে দড়ি দিয়ে পা বেঁধে ‘চোর’-কে চুরির শাস্তি দিয়েছিল কয়েকজন যুবক৷ সেই অভিযুক্তদের বাড়িতে বুলডোজার পাঠিয়ে বাড়ির বেআইনি অংশ গুড়িয়ে দেয় জেলা প্রশাসন৷ প্রশাসনের কর্তা-ব্যক্তিরা জানিয়েছেন, নিয়ম মেনে বেআইনি অংশ ভেঙে দেওয়া হয়েছে৷ তবে স্থানীয়দের মতে, ঘটনার ঠিক পরেই অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নেহাত সমাপতন নয়৷ হতে পারে মানুষের ক্ষোভকে শান্ত করতে এমন পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন৷
মধ্যপ্রদেশের নিমুচ জেলায় উপজাতি সম্প্রদায়ের মানুষ কানাইয়ালাল ভেলের মৃত্যু ঘটে৷ তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছিল গুর্জ্জর সম্প্রদায়ের কয়েকজন যুবক৷ কানাইয়াকে বেধড়ক মারধরের পর তাঁর পা দড়ি দিয়ে ট্রাকের সঙ্গে বেঁধে দেয় অভিযুক্তরা৷ ট্রাকটি তাঁকে কিছুদূর টেনে নিয়ে যায়৷ পরে পুলিশ কানাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ পরেরদিন হাসপাতালে মারা যান ওই ব্যক্তি৷
আরও পড়ুন: তালিবান মুখপাত্রের ইন্টারভিউ নিয়ে বাহবা কুড়িয়েছিলেন, ভয়ে দেশ ছেড়েছেন সেই মহিলা সঞ্চালকও
এই ঘটনার ফুটেজ সামনে আসতেই শিউরে ওঠেন নেটিজেনরা৷ অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান৷ ইতিমধ্যে পাঁচজন ধরা পড়েছে৷ তিনজনের খোঁজে চলছে তল্লাশি৷ অভিযুক্তদের বিরুদ্ধে খুন এবং তফসিলি জাতি-উপজাতি ধারায় মামলা দায়ের করে পুলিশ৷ তার পরই রবিবার অভিযুক্তদের বাড়িতে বুলডোজার পাঠিয়ে বেআইনি অংশ গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন৷ গ্রামের পঞ্চায়েত প্রধান মহেন্দ্র গুর্জরের বাড়িও ভেঙে দেওয়া হয়েছে৷