কলকাতা: এবার ভারতের প্রথম ইউপিআই এটিএম (UPI-ATM) চালু করল হিতাচি পেমেন্ট সার্ভিসেস। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) সঙ্গে জোট বেঁধে এই ইউপিআই এটিএম (UPI-ATM) চালু করেছে। এখানে কোনও ডেবিট কার্ড লাগবে না। কিউআর কোড (QR Code) স্ক্যান করেই এটিএম থেকে মিলবে টাকা।
এই ইউপিআই এটিএম (UPI-ATM)-এর সুবিধা কী?
বিশেষজ্ঞদের মতে, এটিএম কার্ড ছাড়াই টাকা তোলার সুবিধা জন্য স্কিমিং-র ঝুঁকি থাকবে না। কমবে জালিয়াতির ঘটনা। লেনদেনের ক্ষেত্রে সুরক্ষা বাড়বে বলে হিতাচি পেমেন্ট সার্ভিসেসের তরফে জানানো হয়েছে। হিতাচি পেমেন্ট সার্ভিসেসের (Hitachi Payment Service) তরফে বলা হয়েছে, আপাতত দেশের তিন হাজারের বেশি এটিএমে এই পরিষেবা দেওয়া হবে। অর্থাৎ দেশের তিন হাজারের বেশি এটিএমে ডেবিট কার্ড ছাড়াই কিউআর কোড (QR Code) স্ক্যান করে টাকা তুলতে পারবেন সকলে।
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করলেন পার্থ
কীভাবে ইউপিআই এটিএম (UPI-ATM) থেকে টাকা তুলতে হবে?
প্রথমে এটিএমে গিয়ে স্ক্রিনে ইউপিআই (UPI Cardless Cash) লেখা আছে। তাতে ক্লিক করে কত টাকা তুলতে চান, তার অপশন আসবে। বেশি বা কম টাকা তুলতে চাইলে Other Amount-এ ক্লিক করতে হবে। যে পরিমাণ টাকা তুলতে চান, সেটা দিতে হবে। এরপর স্ক্রিনে কিউআর কোড (QR Code) আসলে নিজের ফোনের ইউপিআই (UPI) অ্যাপ খুলে কিউআর কোড (QR Code) স্ক্যান করতে হবে। সেই সঙ্গে বেছে নিতে হবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপর কনফার্ম (Confirm)-এ ক্লিক করতে হবে আপনাকে। Confirm to withdraw cash অপশন আসলে Proceed-এ ক্লিক করতে হবে। তারপর UPI পাসওয়ার্ড দিলেই মিলবে টাকা।
? ATM Cash Withdrawal using UPI
Today I Made a Cash Withdrawal using UPI at Global FinTech Fest in Mumbai
What an Innovative Feature for Bharat pic.twitter.com/hRwcD0i5lu
— Ravisutanjani (@Ravisutanjani) September 5, 2023