মুম্বই : অশ্লীলতার দায়ে সব্যসাচীর নকশা করা মঙ্গলসূত্রের বিজ্ঞাপন। মঙ্গলসূত্রের মতো পবিত্র জিনিসের মান নষ্ট। মু্ম্বই হাই কোর্টের আইনজীবী আশুতোষ জে দুবে আইনি নোটিস ধরালেন ডিজাইনার সব্যসাচীকে।
বিতর্ক তৈরি হয়েছে ডিজাইনার সব্যসাচীর তৈরি মঙ্গলসূত্রের বিজ্ঞাপন নিয়ে। নিজের ইনস্টাতে মঙ্গলসূত্রের বেশ কয়েকটি ছবি পোস্টও করেছেন। সেখানে যে মডেলের গলায় মঙ্গলসূত্র রয়েছে, তাঁর পোশাক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যেখানে বোঝা দায় মঙ্গলসূত্রের বিজ্ঞাপন নাকি অন্তর্বাসের। যাকে অশ্লীল বলে আক্রমণ করেছেন অনেকেই।
আরও পড়ুন : ২৬ দিন পর জেল থেকে ছাড়া পেলেন আরিয়ান, ফিরছেন মন্নতে
বিজ্ঞাপনে সমলিঙ্গের যুগলকেও দেখা গিয়েছে। তা নিয়ে উঠেছে প্রশ্ন। এর আগেও একাধিক গয়নার বিজ্ঞাপন হয়েছে। কোথাও তা অশ্লীল নয়। সব্যসাচী মুখোপাধ্যায় মঙ্গলসূত্রের নাম দিয়েছেন, রয়্যাল বেঙ্গল মঙ্গলসূত্র। ইনস্টার পোস্ট ঘিরে অনেকেই তীর্যক মন্তব্য করেছেন। তাঁরা মনে করছেন বিজ্ঞাপনটি অশ্লীল। যা হিন্দু সংস্কৃতি ও ভাবাবেগের উপর আঘাত হানছে।