আগ্রা: ওএমজি-২ মুক্তির পরও যেন বিতর্ক পিছু ছাড়ছে না। ছবি মুক্তির আগেই সেন্সর বোর্ডের কোপে পড়েছিল ওএমজি ২ (akshay kumar is targeted)। মহাকালেশ্বর মন্দির থেকেও এই মন্দিরে শ্যুটিং করা দৃশ্যগুলির বিষয়ে আপত্তি তোলা হয়েছিল। এবার ছবি মুক্তি পেতেই কট্টরপন্থীদের রোষের মুখে অক্ষয় কুমার। উপযুক্ত যৌন চেতনার মতো একটি স্পর্শকাতর বিষয় এই ছবিতে তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার এক হিন্দুত্ববাদী সংগঠন অক্ষয় কুমারের পোস্টারের সামনে বিক্ষোভ দেখায়। একইসঙ্গে তাঁকে যে চড় মারতে বা তাঁর দিকে থুতু ছুড়তে পারবেন, তাঁকে ১০ লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার আগ্রায় রাষ্ট্রীয় হিন্দু পরিষদ ভারতের অভিযোগ, অবিনেতা অক্ষয় কুমার হিন্দুদের আবেগে আঘাত করেছেন। এর জেরে গতকাল প্রেক্ষগৃহে ছবি মুক্তির পর তাঁর পোস্টারকে সামেন রেখে বিক্ষোভের পাশাপাশি কুশপুতুলও পোড়ানো হয়। ওই সংগঠনের দাবি, যতক্ষণ না পর্যন্ত প্রেক্ষাগৃহ থেকে এই ছবিটি সম্প্রচার বন্ধ হবে ততক্ষণ এই বিক্ষোভ চলবে।
আরও পড়ুন: কেদারনাথ যাওয়ার পথে ভূমিধস, মৃত্যু ৫ তীর্থযাত্রীর
কাঞ্জি বিরুদ্ধ কাঞ্জি- গুজরাতি নাটক অবলম্বনে তৈরি হয়েছিল ওহ মাই গড। সে ছবিতে শ্রীকৃষ্ণের অভিনয় করেছিলেন অক্ষয়। নাস্তিক ভক্ত পরেশ রাওয়ালের সাহায্যের জন্য মুরলীধর এসেছিলেন ধরাধামে। আর এবারপ ওমাইগড ২ (OMG 2)-তে অক্ষয় হয়েছেন শিবের গণ। যা নিয়ে প্রথম থেকেই আপত্তি করেছিল বিভিন্ন মহল।