গুয়াহাটি: আলফা( ULFA-I) প্রধান পরেশ বড়ুয়াকে ফের মূল স্রোতে ফেরার আহ্বান জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার গুহাটির ভেটেনারি খেলার মাঠে ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানিয়ে বৈঠকে বসার কথা বলেছেন।
আরও পড়ুন- স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস, জাতীয় পতাকা তোলায় রয়েছে পার্থক্য
এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আমি আলফা প্রধান পরেশ বড়ুয়া এবং অসমের সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলিকে সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তারা অসমের উন্নয়নের কাজে অংশগ্রহণ করুক।” তিনি আরও বলেন, “এনডিফবি(NDFB)- র সদস্যদের আত্মসমর্পনের বদোল্যান্ডে শান্তি ফিরেছে। শুধুমাত্র আলোচনার মাধ্যমেই এই কাজ সম্পন্ন হয়েছে। আবারও বলছি, শুধুমাত্র আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান গুটিয়ে শান্তি ফেরানো সম্ভব।” এরপরই মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি চিরকৃতজ্ঞ।
আরও পড়ুন- বিজেপিকে রুখতে তৃণমূলের পাশে থাকবে বামফ্রন্ট, ইঙ্গিত বিমানের
গত শনিবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফা গোষ্ঠী একতরফাভাবে সংঘর্ষ এড়ানোর কথা ঘোষণা করেছে। তার পরিচয় করোনার কারণে আগামী তিন মাস সংঘর্ষবিরতি পর্ব বাড়ানো হচ্ছে। তবে, গত বছরের মতো এবছরও তারা স্বাধীনতা দিবস উদযাপন কোনরকম বয়কট করেনি।
আরও পড়ুন- মাদক চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযানে সাফল্য, উদ্ধার ৫৫ কোটি টাকার মাদক
গত ৪০ বছরের ইতিহাসে আলফা গোষ্ঠী এই প্রথমবার স্বাধীনতা দিবসের দিন কোনরকম বয়কট বা বন্ধের কথা ঘোষণা করেনি। এরপরই এদিনের বক্তব্যে বলেন আলাপ-আলোচনার মাধ্যমে আসাম মিজোরাম সীমানা সমস্যাও সমাধান হওয়া সম্ভব।