হিমাচল প্রদেশের মানালিতে স্থানীয় বাসিন্দাদের ওপর চড়াও হওয়ার অভিযোগে গ্রেফতার চার। ঘটনাটি ঘটে বুধবার রাতে মানালিতে। অভিযুক্তরা প্রত্যেকেই ছিলেন পর্যটক। পঞ্জাব থেকেই তাঁরা মানালি গিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। অন্যদিকে, স্থানীয়দের ওপর ওই হামলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার রাতে ট্র্যাফিকে গাড়ি ওভারটেক করা নিয়ে স্থানীয়দের সঙ্গে বচসা বাধে ওই অভিযুক্ত পর্যটকদের। তারপর শুরু হয় কথা কাটাকাটি। ভিডিওতে দেখা গিয়েছে, বচসা চলাকালীন আচমকা গাড়ি থেকে তরোয়াল বের করে স্থানীয়দের ওপর চড়াও হন দুই পর্যটক। পরিস্থিতি বেগতিক হতেই দ্রুত খবর যায় পুলিশের কাছে। ঘটনাস্থলে গিয়ে চার পর্যটককে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন, রবিন্দর সিং, দিলবার সিং এবং আমদীপ সিং। প্রত্যেকের বয়সই কুড়ি থেকে পঁচিশের কোঠায়। তাঁরা প্রত্যেকেই পঞ্জাবের বাসিন্দা। অভিযুক্তদের বিরদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৪৭, ১৪৮,১৪৯, ৩২৩ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি গত ৬ জুলাই মানালিতে স্থানীয়দের ওপর আরও একট হামলার ঘটনা ঘটে। সেক্ষেত্রেও অভিযুক্তরা ছিলেন পঞ্জাবী। থানায় অভিযোগ দায়ের করা হলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁদের গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, এই ভিডিওতে করোনা পরিস্থিতির মধ্যেও সেখানকার সাধারন মানুষের উদাসীনতার ছবিটিও ধরা পড়েছে। সামাজিক দুরত্ব না মেনে ঘটনাস্থলেই অনেককে সেলফি তুলতে দেখা গিয়েছে। অনেকের মুখেই ছিল না মাস্ক।