ওয়েব ডেস্ক: অবিরাম তুমুল বৃষ্টি হিমাচলে। গত কয়েকদিন ধরে ছবিটা বদলে গিয়েছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh)। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত এই রাজ্য। জানা গিয়েছে, হিমাচলে বর্তমানে মান্ডি জেলার ১৭৬টি-সহ মোট ২৬০টিরও বেশি রাস্তা বন্ধ রয়েছে।
রবিবার কাংড়া, সিরমৌর এবং মান্ডি জেলার বিচ্ছিন্ন স্থানে খুব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য স্থানীয় আবহাওয়া অফিস লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও, উনা, বিলাসপুর, হামিরপুর, চাম্বা, সোলান, সিমলা এবং কুল্লু জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গত কয়েকদিনের বৃষ্টিতে ক্ষয় ক্ষতির পরিমাণ ৭০০ কোটি ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ।
আরও পড়ুন: বৃষ্টির তোড়ে ভেঙে গেল চল্লিশ কোটির সেতু, দুর্নীতির নয়া নজির বিজেপির মধ্যপ্রদেশে
গতবছরও এমনই ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় হিমাচলের। প্রাণ হারিয়েছিলেন ৫৫০ জন। সূত্রের খবর, ২০ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে রাজ্যে মোট ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে ৪৫ জনের মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান এবং ভূমিধসের মতো দুর্যোগে মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ ৩১ জন বলে সূত্রের খবর।
দেখুন আরও খবর