ওয়েব ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে আরও ভয়াবহ হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পরিস্থিতি। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। লাগাতার বৃষ্টি ও ভূমিধসের জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮। নিখোঁজ কমপক্ষে ৩৭ জন এবং আহত ১১৫ জন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্ডির (Mandi)। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ হিমাচলের বেশ কিছু রাস্তা ভূমিধসের কারণে বন্ধ। বহু রাস্তা ইতিমধ্যেই জলমগ্ন। বিভিন্ন এলাকাতে বন্ধ বিদ্যুৎ পরিষেবা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ৮ ও ৯ জুলাই বজ্রপাত সহ ভারী বৃষ্টি হিমাচলের বিভিন্ন জেলায়। সিরমাউর, কাংড়া, মান্ডিতে জারি করা হয়েছে লাল সতর্কতা(Red Alert)। এ ছাড়াও, সিমলা, সোলান, হামিরপুর, বিলাসপুর, উনা, কুলু এবং চাম্বায় জারি হয়ছে কমলা সতর্কতা (Orange Alert)।
আরও পড়ুন : হিন্দি ভাষার বিরুদ্ধে নই, আপত্তি চাপিয়ে দেওয়ায়, বার্তা উদ্ধব শিবিরের
রবিবার কাংড়া, সিরমৌর এবং মান্ডি জেলার বিচ্ছিন্ন স্থানে খুব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য স্থানীয় আবহাওয়া অফিস লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও, উনা, বিলাসপুর, হামিরপুর, চাম্বা, সোলান, সিমলা এবং কুল্লু জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গত কয়েকদিনের বৃষ্টিতে ক্ষয় ক্ষতির পরিমাণ ৭০০ কোটি ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ।
অন্যদিকে, প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। বিভিন্ন জেলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। তেহরি, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ এবং চামোলিতে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে, এই চার জেলায় সোম ও মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
দেখুন খবর