ওয়েবডেস্ক- আরসিবি (RCB) ও অন্যান্যদের বিরুদ্ধে চিন্নাস্বামী পদপিষ্টের (Chinnaswamy Incident) ঘটনায় পুলিশকে চার্জশিট (ChargeSheet) দিতে নিষেধাজ্ঞা কর্নাটক হাইকোর্টের (Karnatak High Court)। মর্মান্তিক ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ এবং অন্যান্যদের বিরুদ্ধে হওয়া ফৌজদারী মামলার পরিপ্রেক্ষিতে পুলিশকে ফাইনাল রিপোর্ট বা চার্জশিট পেশ করায় অন্তর্বর্তী নিষেধাজ্ঞা বিচারপতি এসআর কৃষ্ণ কুমারের।
উপরোক্ত দুই প্রতিষ্ঠান ছাড়াও কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন, আরসিবির মার্কেটিং প্রধান নিখিল সোসালে ও অন্যান্য অভিযুক্তরা এফ আই আর খারিজের আবেদন করে। চার্জশিট পেশ হয়ে গেলে এই আবেদন মূল্যহীন হয়ে পড়বে বলে অভিযুক্তদের সওয়াল। এই প্রেক্ষাপটে রাজ্যকে তদন্ত চালিয়ে যেতে বলার পাশাপাশি ওই নিষেধাজ্ঞা জারি। ৫ আগস্ট পরবর্তী শুনানি।
উল্লেখ্য, গত ৪ জুন আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য স্টেডিয়ামে অনুষ্ঠান শুরুর আগেই মর্মান্তিক বিপর্যয় নেমে আসে। ভিড়, ঠেলাঠেলি ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে প্রাণ যায় ১১ জনের। তার মধ্যে ছিলেন একজন মহিলা। আহত হয় আরও অনেকে। এই ঘটনা নিরাপত্তার অভিযোগে প্রশ্নের মুখে পড়ে কর্নাটক সরকার। বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় দেশের এই আইকনিক স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই দুর্ঘটনা ঘটে যায়। ঘটনায় অনেক ঝড় বয়ে যায়।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার-সহ চার উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়। ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং হেড নিখিল সোসালেকে আটক করল বেঙ্গালুরু পুলিশ। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের সিনিয়র ইভেন্ট ম্য়ানেজার কিরণ কুমার ও বিজনেস অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট সুনীল ম্যাথিউ এবং সুমন্তকে আটক করে পুলিশ।
দেখুন আরও খবর-