কদর বাড়ল মহুয়ার। এতদিন শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের কাছে খাস ছিল যে পানীয় এবার জুটল বিশেষ সম্মান। মহুয়াকে হেরিটেজ লিকার(এতিহ্যবাহি পানীয়) হিসেবে ঘোষণা করলেন মধ্যপ্রদেশর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সোমবার মন্ডালা জেলার জনজাতীয় গৌরব দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করেন তিনি।
তিনি জানান, খুব শীঘ্রই রাজ্যে নতুন আবগারি আইন আনতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। সেই আইনে মহুয়া দিয়ে তৈরি মদ বিক্রি আর বেআইনি হিসেবে গ্রাহ্য হবে না। বরং প্রথা মেনে মহুয়া ফুলের রস থেকে পানীয় তৈরি করে বিক্রি করা হলে তা আদিবাসী যুবকদের কর্মসংস্থান জোগাবে এবং রাজস্ব আদায়ের পথ প্রশস্ত করবে।
এদিকে বছরের শুরুতেই মধ্যপ্রদেশকে মদ মুক্ত করার কথা ঘোষণা করেছিলেন যে মুখ্যমন্ত্রী। এই মর্মে যিনি লিকার-ফ্রি ক্যাম্পেনের প্রস্তাব দেন, যাতে নাগরিকরা মদ্যপান ছেড়ে দেন। সেই বক্তব্যের পুরো ইউ টার্ন নিয়ে সোমবার তাঁর এই ঘোষণায় মুখ্যমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করতে পিছপা হয়নি বিরোধী কংগ্রেস। দলের রাজ্য মুখপাত্র কেকে মিশ্রা বলেন রাজ্যে যেখানে দেশী মদ খেয়ে প্রাণ হারিয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ সেখানে সরকার ‘কচ্চি শরাবকে’ আইনি তকমা দিচ্ছে রাজ্য সরকার।
সম্প্রতি গরুদের জন্য১০০ কোটি টাকার বিশেষ প্রকল্প ঘোষণা করে রাজ্য সরকার। সেই প্রকল্পের অর্থ জোগাড় করতেই মদ বিক্রি থেকে মদ ও অন্যান্য স্থানীয় সামগ্রীর ওপর রাজস্ব আদায়ের চিন্তাভাবনা করছে সরকার সে কথা আগেই জানা গিয়েছিল।
এর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করেন তিনি। এগুলির মধ্যে অন্যতম হল রাজ্যের প্রায় ৪৪৬টি গ্রামে ঘরে ঘরে জলের ব্যবস্থা করা।