নয়াদিল্লি: টিকার অপ্রতুলতা নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ট্যুইট যুদ্ধে জড়ালেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়া৷ রবিবার দুপুরে ভ্যাকসিনের আকাল নিয়ে ট্যুইট করে কেন্দ্রকে আক্রমণ করেন রাহুল গান্ধী৷ লেখেন, জুলাই চলে গিয়েছে৷ কিন্তু টিকার আকাল দূর হয়নি৷ কয়েকঘণ্টা পরই তার জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী৷
আরও পড়ুন: সীমান্ত সমস্যা সমাধানে সুপ্রিম কোর্টে যাবে অসম সরকার
जुलाई चला गया है, वैक्सीन की कमी नहीं गयी।#WhereAreVaccines https://t.co/0hGVAv78x4 pic.twitter.com/QKyHBMR6X4
— Rahul Gandhi (@RahulGandhi) August 1, 2021
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘জুলাই মাসে দেশের ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে৷ এই মাসে আরও বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া হবে৷ স্বাস্থ্যকর্মীদের কৃতিত্বে আমরা গর্বিত৷ আপনারও ওদের এবং দেশের জন্য গর্বিত হওয়া উচিত৷’
দ্বিতীয় ট্যুইটে রাহুলকে খোঁচা মারেন মনসুখ মাণ্ডভিয়া৷ লেখেন, ‘আমি শুনেছি ওই ১৩ কোটির মধ্যে আপনিও জুলাই মাসে ভ্যাকসিন নিয়েছেন৷ কিন্তু দেশের বিজ্ঞানীদের জন্য একটি শব্দও খরচ করেননি আপনি৷ দেশের মানুষকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করেননি৷ এতে বোঝা যায়, ভ্যাকসিনের নামে আপনি রাজনীতি করেছেন৷ আসলে দেশে টিকার ঘাটতি নেই কিন্তু আপনার মধ্যে পরিণত মানসিকতা নেই৷’
सुना है, जुलाई में जिन 13 करोड़ लोगों को टीके लगाए गए, उनमें से आप भी एक हैं।
लेकिन आपने हमारे वैज्ञानिकों के लिए एक शब्द नहीं बोला, जनता से वैक्सीन लगाने की अपील नहीं की। मतलब आप वैक्सीनेशन के नाम पर तुच्छ राजनीति कर रहे हैं।
दरअसल वैक्सीन की नहीं, आपमें परिपक्वता की कमी है।— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 1, 2021
বলে রাখা ভালো, গত সপ্তাহে শুক্রবার টিকা নেন রাহুল গান্ধী৷ যদিও এব্যাপারে তিনি মুখ খোলেননি৷ সোশাল মিডিয়াতেও কোনও ছবি পোস্ট করেননি৷ শেষ দু’দিন সংসদে তাঁর গরহাজিরা নিয়ে জল্পনার পর রাহুলের টিকা নেওয়ার খবর সংবাদমাধ্যমে জানাজানি হয়ে যায়৷ যদিও কোন টিকার প্রথম ডোজ তিনি নিয়েছেন তা জানা যায়নি৷
আরও পড়ুন: উলটপুরাণ, বেশি করে গোরুর মাংস খাওয়ার পরামর্শ বিজেপি মন্ত্রীর
রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায়, ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ৪৭ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে৷ আগামী ২৪ ঘণ্টায় আরও ৬০.১৫ লক্ষ টিকা দেওয়া হবে বলে জানানো হয়৷