বেঙ্গালুরু: স্কুলের ভিতরে খালি গায়ে একটি বেঞ্চে বসে রয়েছেন প্রধান শিক্ষক। কখনও আবার শুয়েও পড়ছেন। সেই অর্ধ নগ্ন প্রধান শিক্ষককেই মাসাজ করে দিচ্ছেন এক মহিলা। যিনি আবার ওই স্কুলেরই এক পড়ুয়ার মা। ওই শরীর চর্চার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।
ঘটনাটি দক্ষিণের রাজ্য কর্ণাটকের। সেখানেই একটি সরকারি স্কুলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ওই ছবি। জানা গিয়েছে ক্ষমতাবলে ওই মহিলার সন্তানকে অনৈতিক উপায়ে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক। তার বিনিময়ে ম্যাসাজ করে দেওয়ার আবদার করেছিলেন তিনি। সেই আবদার মিটিয়েও দিয়েছেন ওই মহিলা।
স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ওই মহিলা সন্তানকে ভর্তি করানোর জন্য স্কুলে এসেছিলেন। তখনই তাঁর কাছে বডি ম্যাসাজের দাবি করেন প্রধান শিক্ষক। স্কুলের সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি প্রকাশ্যে এশেছে। আর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। বিষয়টি নজরে আসতেই সক্রিয় হয়েছে প্রশাসন। সাসপেন্ড করে দেওয়া হয়েছে ওই প্রধান শিক্ষককে। জবাবদিহিও করতে হবে প্রধান শিক্ষককে।