ওয়েব ডেস্ক: পাক-আফগান সীমান্তেও গিয়েছিলেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra Youtuber)। ইউটিউবার জ্যোতি মলহোত্র সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ইতিমধ্য়ে হরিয়ানা ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে পাকচর (Pakistan Spy) সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের চালান করার অভিযোগ এনেছে পুলিশ। এমনকী ভারতীয় সেনার গতিবিধিতেও ‘নজর’ ছিল তাঁর।
জ্যোতির ল্যাপটপ থেকে মিলেছে একটি ভিডিওর হদিশ মিলেছে। সেই ভিডিওর পরতে পরতে লুকিয়ে রহস্য। জানা গিয়েছে, ওই ভিডিওর মাধ্য়মেই সম্ভবত সেনার গতিবিধি চালান করেছে জ্য়োতি। পাশাপাশি, আরও কিছু ভিডিও রয়েছে, যেগুলি সেনার হাইসিকিউরিটি জোন সংক্রান্ত তথ্য রয়েছে বলেই সন্দেহ করছে তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেশ-বিদেশ ঘুরে, সেখানে তোলা সমস্ত ভিডিয়ো ক্লাউড স্টোরেজে সেভ করে রাখতেন জ্যোতি। তদন্তকারীরা দাবি করেছে, তাঁর পাক-আফগান সীমান্তে যোগাযোগের তথ্যও পাওয়া গিয়েছে। পাক-আফগান সীমান্তকে (Pak-Afghan Border) ‘জঙ্গিদের ডেরা’ বলে দাবি করা হয়। সেখান থেকে কিছু জিনিসের ট্রেনিংও নিয়েছিলেন ভারতীয় এই ইউটিউবার। ওই অঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু ওই এলাকায় কী ভাবে জ্যোতি প্রবেশ করলেন, কাদের মদতে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের পাশাপাশি চিন এবং বাংলাদেশেও জ্যোতির সফর তদন্তকারীদের আতশকাচের তলায়।
আরও পড়ুন: জ্যোতির ডায়রিতে উল্লেখ ‘খুশমুশ’-এর! কে এই রহস্যময় ব্যক্তি?
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন ইউটিউবার জ্যোতি মলহোত্রা। তবে মেয়ে যে পাকিস্তানে গিয়েছে তা জানতেন না জ্যোতির বাবা। জানতেন না ইউটিউব বা অন্যান্য সমাজমাধ্যমে মেয়ের অ্যাকাউন্ট থাকার কথাও! এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে জ্যোতির বাবা হরিশ মলহোত্রা দাবি করেছেন, মেয়ের পাকিস্তান ভ্রমণ সম্পর্কে তাঁরা কিছুই জানতেন না। মেয়ে যে ইউটিউবে ভিডিও বানানোর জন্য জনপ্রিয় ছিলেন, সে সবও তাঁরা জানতেন না বলেই দাবি হরিশের। তাঁর কথায়, ‘‘মেয়ে আমাকে বলত যে ও দিল্লি যাচ্ছে। আমাকে এ সব বিষয়ে কখনও কিছুই বলেনি।’’
পুলিশের পাশাপাশি এই ঘটনার তদন্ত করছে ইন্টেলিজেন্স ব্যুরো এবং জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, হরিয়ানা পুলিশ, আইবি এবং এনআইএ মিলে জ্যোতিকে জেরা করছে। সূত্রের খবর, তদন্তকারীদের বিভ্রান্ত করতে নানা রকম উত্তর দিচ্ছেন ইউটিউবার। তবে পুলিশ সূত্রে খবর, ভারতে চরবৃত্তির জন্য অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। কোন কোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
দেখুন ভিডিও