একদিকে যখন নাসার স্যাটেলাইট ইমেজে দিল্লির ‘রিভার অফ স্মোক’ দেখে আঁতকে উঠেছেন অনেকেই। অন্যদিকে ঠিক এর উল্টো মেঘালয়ের কাঁচের মত স্বচ্ছ নদী দেখে রীতিমতো অভিভুত নেটিজেনরা। গত ১৬ ই নভেম্বর দূষণমুক্ত কাঁচের মত স্বচ্ছ উম্নগট নদীর একটি ছবি টুইটারে শেয়ার করা হয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে।
One of the cleanest rivers in the world. It is in India. River Umngot, 100 Kms from Shillong, in Meghalaya state. It seems as if the boat is in air; water is so clean and transparent. Wish all our rivers were as clean. Hats off to the people of Meghalaya. pic.twitter.com/pvVsSdrGQE
— Ministry of Jal Shakti ?? #AmritMahotsav (@MoJSDoWRRDGR) November 16, 2021
সোশাল মিডিয়ায় দেওয়া মাত্রই নিমেষে ভাইরাল হয়ে পড়ে উম্নগট নদীর এই এরিয়াল ভিউ। নদীর জল এত স্বচ্ছ যে নদীর অতলে থাকা নুড়ি পাথর, বনস্পতি সব দেখা যাচ্ছে। এক পলকে দেখে মনে হবে যেন নৌকোটি হাওয়ায় ভেসে যাচ্ছে। নৌকোয় সওয়ার মাঝি সহ পাঁচ জন। আশ্চর্যের বিষয় এই যে নৌকো জলের বুকে ভাসলেও জলের মধ্যে নেই বুঁদবুঁদের ভিড়।
Wow! Splendid
— Manisha Kadyan (@Miss_Kadyan) November 16, 2021
“বিশ্বের স্বচ্ছতম নদীর একটি। এটি ভারতেই। উম্নগট নদী, রাজধানী শিলং থেকে ১০০ কিমি দূরত্বে অবস্থিত এই নদী। দেখে মনে হচ্ছে নৌকোটি যেন হাওয়া ভাসছে, জল এতটাই পরিষ্কার ও স্বচ্ছ। যদি আমাদের সব নদী এমনটা হত। মেঘালয়ের মানুষকে অসংখ্য ধন্যবাদ।“ টুইটারে নদীর ছবিটি শেয়ার করে এই ভাবে মেঘালয়বাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে।
উম্নগট নদীর এই রূপ দেখে আপ্লুত নেটিজেনদের টুইট বার্তায় একেবারে বানভাসী হয়ে পড়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের টুইটার অ্যাকাউন্ট।
Don’t ad much otherwise so many people will go there and make this river as like Yamuna.
— पूर्व धर्मनिरपेक्ष ?? (@SubodhK01908948) November 16, 2021
তবে শুধু প্রশংসা তো নয়, ইন্টারনেটে এই উম্নগট নদী চাক্ষুষ করতে নিশ্চয় মেঘালয়ে ভীড় জমাবে অসংখ্য মানুষ এই আশঙ্কাও করেছেন অনেক। আর এর ফলে পরিবেশ ও নদী দূষণের আশঙ্কাও প্রকাশ করে টুইটও করেন একজন। তাই এই নদী নিয়ে বেশি বিজ্ঞাপন না করাই ভাল বলে টুইট বার্তায় রয়েছে সতর্কবাণীও।
Aapno Kejriwal hai to bhi to mumkin hai .. #YamunaRiver Delhi pic.twitter.com/8roKp6fg2P
— गोतू (@AnthrEngineer) November 16, 2021
অনেকে আবার টেনে এনেছেন। দিল্লির লাগামহীন পরিবেশ দূষণের ছবি শেয়ার করেছেন এক নেটিজেন। দুষেছেন কেজরিওয়াল সরকারকেও। দূষণের ফেনা কীভাবে যমুনাকে ঢেকে যমুনার জলকে দূষিত করেছে সেই বিষটি ছবি সহ টুইটারে তুলে ধরেন এই ব্যক্তি। তবে এখানেই থেমে থাকেননি নেটিজেনরা, প্রশংসার ভীড়েই উঠেছে প্রশ্ন। এক ব্যবহারকারী উম্নগট নদীর জল পরিষ্কার ও স্বচ্ছ থাকার পিছনে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ‘কি ভূমিকা’ তা জানতে চেয়ে তির্যক কমেন্ট করতেও পিছপা হননি।
What’s MJS role behind cleanliness of this river? ???LOL Less population is only reason behind cleanliness of the river. Where is #GangaPutra @narendramodi these days; seems busy in election and lies…Can you please summarise Holy Ganga situation? https://t.co/QZJWgxcKo6
— Nitin Sharma (@Nitin291) November 18, 2021
উম্নগটের এই স্বচ্ছ জল যে দিল্লির পরিবেশ দূষণের বিরুদ্ধে জ্বলতে থাকা আগুনে ঘৃতাহুতির কাজ করেছে তা বলা বাহুল্য। তবে আর যাই হোক এটা ঠিক উম্নগটের নদীর গোটা ছবি জুড়ে রয়েছে যে আরামদায়ক সবুজ রঙ তা দেখে চোখ একেবারে জুড়িয়ে গেছে প্রকৃতি প্রেমীদের।