গান্ধিনগর: পারিবারিক সমস্যার কারণে তিন সন্তানকে খুন করলেন বাবা৷ শুধু তাই নয়, নিজের স্ত্রীকেও খুন করার চেষ্টা করছিলেন তিনি৷ তারপর আত্মহত্যার চেষ্টা করেন তিনি৷ রবিবার পুলিশ জানিয়েছে, গুজরাটের আরাভাল্লী জেলার ঘটনা৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের স্ত্রীকে গুরুতর জখম অবস্থায় শুক্রবার রাতে মেঘরাজ তালুকার রামাদ গ্রাম থেক নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ইসারী পুলিশ সূত্র খবর, রবিবার অভিযুক্ত জিবাভাই দেদুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে৷ অভিযুক্তের দাবি, তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল৷ এ কারণে শুক্রবার রাতে তিনি ধারালো কুড়ুল দিয়ে আঘাত করেন৷ অস্ত্রের আঘাতে শরীরের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত হয়৷
আরও পড়ুন-আফগানদের পাশে দাঁড়াতে ব্যাট হাতে মাঠে ঢাকুরিয়ার যুবকরা
এরপর তিন সন্তানকে নিয়ে স্থানীয় বাঁধের কাছে নিয়ে যান৷ সুযোগ বুঝে তাঁদের ঢেলে ফেলে দেয়৷ পুলিশ সূত্রে খবর, তিন সন্তানের মধ্যে আড়াই ও আট বঠর বয়সী দুই মেয়ে এবং নয় বছরর একটি ছেলে৷ শনিবার সন্ধেয় মাছ ধরার সময় তাদের দেহ ভাসতে দেখা যায়৷
আরও পড়ুন-প্যারালিম্পিক্সে ইতিহাস ভারতের, ১৯ পদক জিতে দেশে ফিরছেন অ্যাথলিটরা
ঘটনা জানাজানি হতেই রবিবার সকালে অভিযুক্ত আত্মহত্যার চেষ্টা করেন৷ ড্যামের কাছে একটি গাছে দলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ কিন্তু, স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন৷ অ্যাম্বুল্যান্স ডেকে হাসাপাতালে পাঠানো হয়৷ সেই হাসপাতাল থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে৷ পুলিশ সূত্রে খবর, ওই হাসাপাতালেই তাঁর স্ত্রী গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ভারতীয় সংবিধানের ৩০২ ধারায় খুন ও ৩০৭ ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে৷