Placeholder canvas
কলকাতা শনিবার, ২০ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
‘ওয়ার্ল্ড ক্লাস টুরিস্ট স্পট’ বানানোয় আপত্তি, গুজরাত সরকারকে চিঠি সবরমতী আশ্রম ট্রাস্টের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: পল্লবী দত্ত
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ০৪:১৭:৫৬ পিএম
  • / ৫২৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: পল্লবী দত্ত

গান্ধীনগর: বিশ্ব পর্যটনের মানচিত্রে সবরমতী আশ্রমকে তুলে ধরতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাই মহাত্মা গান্ধীর তৈরি আশ্রমের পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে গুজরাত সরকার৷ রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও আশ্রমকে ‘ওয়ার্ল্ড ক্লাস টুরিস্ট স্পট’ বানানোয় আপত্তি জানিয়েছে সবরমতী আশ্রম প্রিভেনশন অ্যান্ড মেমোরিয়াল ট্রাস্ট (এসএপিএমটি)৷ গুজরাতি ও ইংরেজি ভাষায় সরকারকে লেখা দুটি চিঠিতে সেই আপত্তির কথা জানিয়েছেন ট্রাস্টের সদস্যরা৷ তাঁদের আশঙ্কা, আশ্রমকে বিশ্বমানের পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে তা গান্ধীর ভাবধারার সঙ্গে খাপ খাবে না৷ বরং তাতে আশ্রমের আদর্শমন্ডিত পরিবেশ নষ্ট হবে৷

আরও পড়ুন:  বুর্জ খালিফার জেরে তীব্র যানজট, মৃত্যু হৃদরোগে আক্রান্ত পুলিশকর্মীর

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর ১৯১৭ সালে সবরমতী নদীর তীরে আশ্রমটি তৈরি করেছিলেন মহাত্মা গান্ধী৷ ১০৪ বছর পর সেই আশ্রম ভোল বদলাতে চলেছে৷ সবরমতী আশ্রমকে ভেঙে নতুন করে গড়ে তুলতে গুজরাত সরকার ১২০০ কোটি টাকা খরচ করবে৷ পার্কিং লট, ওয়ার্ল্ড ক্লাস মিউজিয়াম, ক্যাফেটেরিয়া, পার্ক ইত্যাদি বানানো হবে৷ পাশাপাশি চন্দ্রভাঙা নদীর ধারার পুনরায় উৎপত্তি এবং আশ্রমকে দৃষ্টিনন্দিত করে তুলতে সৌন্দর্যায়ন করা হবে৷

সবরমতী আশ্রমের পুনর্গঠনের পরিকল্পনা অনেকদিনের৷ বিজয় রুপানি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন আশ্রম ট্রাস্টকে চিঠি লিখে প্রজেক্টটিকে ছাড়পত্র দেওয়ার আবেদন করেছিলেন৷ তার জবাবে সরকারকে দুটি ভাষায় চিঠি লিখেছিল ট্রাস্ট৷ জানিয়েছিল, সরকারের পরিকল্পনায় তাদের সায় আছে৷ কিন্তু আশ্রম তৈরির সঙ্গে ওয়ার্ল্ড ক্লাস মিউজিয়াম বা টুরিস্ট ডেস্টিনেশন ইত্যাদি শব্দের ব্যবহার চলবে না৷ এই শব্দগুলি শুনলে মনে হবে যেন পর্যটক টানার প্রতিযোগিতায় নাম লিখিয়েছে সবরমতী আশ্রম৷ কিন্তু সেটা নয়৷ যে আদর্শ ও চিন্তাভাবনা নিয়ে মহাত্মা গান্ধী এই আশ্রম গড়ে তুলেছিলেন চাকচিক্যের মধ্যে তা এতটুকুও যেন চাপা না পড়ে৷

সবরমতী আশ্রম প্রিভেনশন অ্যান্ড মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপার্সন এলা ভাট সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা কয়েকটি শর্তে আশ্রমের পুনর্গঠনের সরকারি প্রস্তাব মেনে নিয়েছি৷ সবার প্রথম হল, নতুনভাবে তৈরির পর আশ্রম ততটাই অনাড়ম্বর থাকবে যা এখন আছে৷ পর্যটকদের জন্য সরকার রাস্তা, পার্কিং লট বানাতে চাইছে৷ আমরা তাতে আপত্তি জানাইনি৷ কিন্তু গুজরাতি এবং ইংরেজি ভাষায় লেখা চিঠিতে পরিষ্কার করে এটাও জানিয়ে দিয়েছি, আমরা আশ্রমের শুদ্ধতা ও পবিত্রতা অটুট রাখতে চাই৷’

আরও পড়ুন: মহাত্মা’র নির্দেশেই ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিলেন সাভারকার, বিতর্ক উস্কে দাবি রাজনাথের

এদিকে গান্ধী আদর্শে বিশ্বাসী অনেক সমাজকর্মী এবং স্কলার আশ্রমের পুনর্গঠনের পরিকল্পনার বিরোধিতা করা শুরু করেছেন৷ অন্তত ১৩০ জন নাগরিক বিরোধিতা করে কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া ভাষায় সমালোচনা করেছেন৷ তাঁদের মতে, সরকার এখানে ‘গান্ধী থিম পার্ক’ তৈরি করতে চলেছে৷ কেউ কেউ এটাকে ‘গান্ধীর দ্বিতীয় হত্যা’ বলেও তীব্র কটাক্ষ করেছেন৷ সমাজকর্মীদের আশঙ্কা, এতে আশ্রমের শান্ত এবং মনোরম পরিবেশ নষ্ট হবে৷ এটার নাম আশ্রম৷ কোনও সংগ্রহশালা নয়৷ আশ্রমের সরল ও সাধারণ পরিবেশ দেখতে মানুষ আসেন৷ কারওর অনুমতি ছাড়া বিনা বাধায় ঘোরাফেরা করা যায়৷ সবুজ গাছপালা ঘেরা জায়গায় পাখিদের কলরব শুনতে শুনতে সময় যায় কেটে৷ কিন্তু পুনর্গঠনের পর হয়তো দেখা যাবে আশ্রমের বাইরে পেল্লাই সাইজের গেট তৈরি হয়েছে৷ তখন গেটের বাইরে অপেক্ষারত প্রহরীদের অনুমতি নিয়ে আশ্রমে প্রবেশ করতে হবে৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

দূরদর্শনের লোগো পরিবর্তন নিয়ে বিতর্ক
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
কুনালের মধ্যস্থতায় মান ভাঙল মোনালিসার!
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
৩ লক্ষ ভোটে জেতান, জুনে বিজয় মিছিল করব, রায়গঞ্জে মন্তব্য অভিষেকের
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
প্রাক্তন উপাচার্যদের ডেকে আলোচনা না করে রাজ্যপাল অপমান করেছেন, অভিযোগ ওমপ্রকাশের
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
সমালোচনার শিকার অন্তঃসত্ত্বা দীপিকা!
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
শক্তিপুর, বেলডাঙা থানায় নতুন ওসি দায়িত্ব নিলেন
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
জখম তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
বেঙ্গল কেমিক্যালের সামনে দুর্ঘটনায় মৃত্যু হল ১ শিশুর
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
কাঁকুড়গাছিতে ফুটপাথে গাড়ি উঠে জখম এক শিশুর মৃত্যু হাসপাতালে
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
ডিপফেকের ফাঁদে পড়ে নাজেহাল রণবীর!
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে বাড়ির থেকে বের করে দিল স্বামী
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
গাঁটছড়া বাঁধলেন রাতুল-রূপাঞ্জনা
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের গ্যাস লিক, অসুস্থ ৫ কর্মী
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
রহস্যের কিনারায় আবারও ‘ফেলুদা’ ইন্দ্রনীল
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
রাজভবনে নিজের পছন্দমতো শিক্ষাবিদদের বৈঠকে ডাকলেন রাজ্যপাল
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team