কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দিল্লির ইন্ডিয়া গেটে(India Gate) এবার বসবে নেতাজি সুভাষ চন্দ্রের(Subhash Chandra Bose) পূর্ণাবয়ব মূর্তি (Grand Netaji Statue)। যতদিন না ওই মূর্তি তৈরির কাজ সম্পন্ন হচ্ছে, ততদিন ইন্ডিয়া গেটে নেতাজির একটি হলোগ্রাম (Hologram) মূর্তি বসানো থাকবে। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই মূর্তির আবরণ উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi) নিজেই শুক্রবার টুইট করে এ কথা জানিয়েছেন।
এ বছর নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী, সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গ সরকারের নেতাজি-ট্যাবলো বাতিল করা নিয়ে দেশ জুড়ে হইচই শুরু হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে মোদিকে কড়া চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি জানান। রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে সিপিএম এবং কংগ্রেসও। সব দলেরই অভিযোগ, দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজি এবং বাংলার অবদানকে খাটো করে দেখানোর অভিপ্রায়ই কেন্দ্রের এই সিদ্ধান্ত।
যদিও ট্যাবলো বাতিলের দায় ঝেড়ে ফেলেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাল্টা চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের নয়। সংশ্লিষ্ট কমিটি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কী কারণে রাজ্যের ট্যাবলো বাতিল হয়েছে তা কমিটিই বলতে পারবে।
নেতাজির মূর্তি
আরও পড়ুন- Republic Day: নেতাজির জন্মবার্ষিকীকে মর্যাদা দিতে ২৩ জানুয়ারি শুরু সাধারণতন্ত্র দিবস উদযাপন
Till the grand statue of Netaji Bose is completed, a hologram statue of his would be present at the same place. I will unveil the hologram statue on 23rd January, Netaji’s birth anniversary. pic.twitter.com/jsxFJwEkSJ
— Narendra Modi (@narendramodi) January 21, 2022
এই বিতর্কের আবহেই শুক্রবার আচমকাই মোদির টুইট সামনে এল। নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধনের কথা জানিয়ে মোদি টুইটে লেখেন, এর থেকে বোঝা যায় নেতাজিকে কেন্দ্রীয় সরকার কতটা সম্মান করে। প্রশ্ন উঠেছে বিতর্ক ধামাচাপা দিতেই কি প্রধানমন্ত্রীর এই টুইট।