ওয়েবডেস্ক- পরিদর্শনে যখন গিয়েছিলেন তখন সবাই ছিলেন, সুস্থ স্বাভাবিক। কিন্তু এখন হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন সকলেই। মৌমাছির আক্রমণেই এই হাল!
জায়গাটি হল উত্তরপ্রদেশের (Uttarpradesh) ললিতপুর (Lalitpur)। রবিবার দুপুর ১ টা নাগাদ এলাকায় কেমন কাজ হচ্ছে, উন্নয়ন কতটা হয়েছে তা দেখতে বের হন সরকারি আধিকারিকরা। কি কিন্তু ললিতপুর জেলার দশাবতার মন্দির থেকে এক কিলোমিটার এগোতেই জঙ্গলে তাদে ছেঁকে ধরে মৌমাছিরা। একদম প্রাণ যায় যায় পরিস্থিতি। বেশ কয়েকটি চারচাকা গাড়িতে করে এসেছিলেন অতিরিক্ত জেলাশাসক, চিফ ডেভেলপমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর-সহ ২৫ জনের একটি দল।
আরও পড়ুন- বড় ছেলেকে দল ও পরিবার থেকে বহিষ্কার লালু যাদবের, কিন্তু কেন?
মৌমাছির আক্রমণে (Bee Attack) চিফ ডেভেলপমেন্ট অফিসার (CDO) কমলকান্ত পান্ডে ওখানে অজ্ঞান হয়ে যায়। প্রায় একঘণ্টা পর তাঁর জ্ঞান আসে ৷ দেবগড় উন্নয়ন প্রকল্পের পরিদর্শনের দলে থাকা ২৫ জনকেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সকলেই সেখানে চিকিৎসাধীন। এদিকে অবস্থা আশঙ্কাজনক অতিরিক্ত জেলাশাসক (ADM) রাজেশ শ্রীবাস্তবের। তাঁকে ঝাঁসি মেডিক্য়াল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
আহত সরকারি কর্তারা জানিয়েছেন, মৌমাছির আক্রমণের পরই যে যেদিকে থাকে গাড়ি থেকে ঊর্ধশ্বাসে ছুটতে থাকে। এদিকে পিছনে ধাওয়া করে মৌমাছির দল। গ্রামবাসীরা সাহায্যে এগিয়ে আসেন।
দেখুন আরও খবর-