ওয়েব ডেস্ক: বানভাসি বাণিজ্যনগরী। কয়েকদিন ধরেই একটানা বৃষ্টির জেরে বেহাল মুম্বই (Mumbai)। গত ৮ ঘণ্টার মধ্যেই বৃষ্টি হয়েছে ১৭৭ মিমি.। বৃহস্পতিবার পর্যন্ত মহারাষ্ট্রে (Maharashtra) অর্ধেক জেলায় রেড অ্যালার্ট জারি (Red Alert in Mumbai) করা হয়েছে। মুম্বই (Mumbai), থানে (Thane) ও রায়গড়ে (Raigarh) ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা (Rain Alert)।
জানা গিয়েছে, মঙ্গলবার প্রতিকূল আবহাওয়ার কারণে মহারাষ্ট্র সরকার মুম্বই, থানে, পালঘর, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গের সমস্ত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কলেজের জন্য ছুটি ঘোষণা করেছে।
আরও পড়ুন: বিপদরেখা পেরোল যমুনার জল
এক টানা বৃষ্টির জেরে বানভাসি বাণিজ্যনগরী। মুম্বইয়ে সমস্ত সরকারি ও আধা সরকারি অফিস আজ বন্ধ। যাদের পক্ষে বাড়িতে বসে অফিসের কাজ করা সম্ভব, তাদের রাস্তায় না বেরনোর পরামর্শ প্রশাসনের।
#WATCH | Mumbai, Maharashtra: Rain lashes parts of the city
(Visuals from Western Express Highway, Vile Parle) pic.twitter.com/b2lqwrYfjn
— ANI (@ANI) August 19, 2025
অপরদিকে, মহারাষ্ট্রের নানা এলাকায় ব্যাপক বৃষ্টিতে প্লাবনের পরিস্থিতি। ইতিমধ্যেই বন্যায় মৃত ৭, নিখোঁজ ও আহত বহু। বিদর্ভ এলাকায় ২ লক্ষ একর চাষের জমি জলের নীচে। ১৫ আগস্ট থেকে ৫৫০ মিমি বৃষ্টি, ৭ জেলায় জারি লাল সতর্কতা।
দেখুন আরও খবর: