কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কিংবদন্তি গায়িকা এবং ভারতরত্ন লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) সম্মানে একটি ডাকটিকিট (postage stamp) ইস্যু করতে চলেছে ভারত সরকার। ভারতের রেল, যোগাযোগ এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এক জাতীয় সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘লতাজি আমাদের ছেড়ে চলে গেলেও তাঁর স্মৃতি চিরকাল আমাদের সঙ্গে থাকবে। তাঁকে শ্রদ্ধা জানাতে আমরা খুব শীঘ্রই লতাজির একটি বিশেষ স্ট্যাম্প ইস্যু করব। ইতিমধ্যেই যে স্ট্যাম্পের নকশা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।’
বসন্ত আসার আগেই চিরবিদায় নিয়েছেন কোকিলকণ্ঠী৷ ৯২-এ প্রয়াত হয়েছেন নাইটিঙ্গল লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)৷ প্রায় একমাস মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর৷ প্রাথমিক ধাক্কা সামলে কিছুটা সুস্থ হয়ে উঠলেও, নবতিপর শরীর শেষ পর্যন্ত তাঁকে লড়াইয়ে সাথ দেয়নি। শনিবার দুপুর থেকেই গুরুতর অসুস্থ ছিলেন। যে কারণে আবারও তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়।
রবিবার সকালে থেমে যায় তাঁর লড়াই। আসে দুঃসংবাদ৷ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল দেশ জুড়ে। এদিন বিকেলেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয় সঙ্গীতের সরস্বতীর৷ হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লতা মঙ্গেশকরের প্রয়াণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে কেন্দ্র৷ অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা৷ মহারাষ্ট্র সরকারও একদিনের ছুটি ঘোষণা করে৷ সংসদে গায়িকার স্মরণে নীরবতা পালন করেন সাংসদরা৷
আরও পড়ুন- Lata Mangeshkar: স্বাধীনতার ৫০ বছরে সংসদে লতা গেয়েছিলেন ‘সারে জাহাঁ সে আচ্ছা’