নয়াদিল্লি: পোশাকের ভাঁজে বা পায়ু পথে সোনা পাচারের ঘটনা আগে অনেক ঘটেছে। সেই পাচারের সময়ে অভিযুক্তদের ধরা পরার ঘটনাও অনেক ঘটেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়ে গেল দাঁত।
হ্যাঁ, ঠিকই পড়ছেন। মুখের মধ্যে দাঁতের মাঝে সোনা রেখে তা পাচার করা হচ্ছিল আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে। যদিও শেষ রক্ষা হয়নি। বিমানবন্দরে ধরা পড়ে গিয়েছে দুই জন। যাদের কীর্তি দেখে চোখ কপালে উঠেছে কাস্টমস ডিপার্টমেন্টের আধিকারিকদের।
আরও পড়ুন- প্রাক্তন ভাইস প্রেসিডেন্টের ভাইকে পঞ্জশিরে খুন করল তালিবরা
শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনা-সহ গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। যারা কেউই ভারতের নাগরিক নয়। উজবেকিস্তানের নাগরিক ওই দুই ব্যক্তি। তারা গ্রিণ চ্যানেলের মাধ্যমে দুবাই থেকে ভারতে এসেছিল। তল্লাশিতে তাদের মুখ থেকে উদ্ধার হয়েছে সোনা।
আরও পড়ুন- ‘আমিও কাশ্মীরি পণ্ডিত’, জম্মুতে বললেন রাহুল, ‘সুযোগসন্ধানী’ বলে খোঁচা বিজেপির
দাঁতের ফাঁকে অল্প জায়গায় লুকিয়ে রাখা নয়। সোনা রাখার জন্য ধাতব চেন ব্যবহার করেছিল ওই দুই মূর্তিমান। সেই উপায়েই মুখের ভিতরে মোট ৯৫১ গ্রাম সোনা লুকিয়ে রেখেছিল তারা। কিন্তু দিল্লি বিমানবন্দরে থাকা কাস্টমস আধিকারিকদের তীক্ষ্ণ নজর এড়িয়ে যেতে পারেনি। অবশেষে পাচারের আগেই সেই সকল সোনা উদ্ধার করা হয়েছে।