কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ব্যস্ত রাস্তা। ফ্লাইওভারের (Ghaziabad) উপরে একটা সাদা ইনোভা। গতি অত্যন্ত ধীর। তার উপর দাঁড়িয়ে দুই মত্ত যুবক নাচছে। পাশ থেকে দ্রুত গতিতে চলে যাচ্ছে একের পর এক গাড়ি। প্রাণভয় নেই তাদের। কয়েক মুহূর্ত। তারপর গাড়ি থেকে বেরিয়ে এল আরও দুই যুবক। তারাও নাচতে শুরু করল। রাস্তার মধ্যে। যখনই বুঝতে পারল তাদের ভিডিয়ো করা হচ্ছে তখনই তড়িঘড়ি গাড়িতে উঠে পগারপার।
গোটা ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিয়ো (Ghaziabad Viral Video) করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এক ব্যক্তি। ক্যাপশনে লেখেন, গাজিয়াবাদে, একদল ছেলে, মাতাল, দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে গাড়ির ছাদে নাচছে। আশা করি গাজিয়াবাদ পুলিস তাদের ধরবে। লকআপে পুরবে। পুলিসের ‘সুরে’ নাচতে বাধ্য করবে। ওই টুইটে তিনি গাজিয়াবাদ পুলিসকে (Ghaziabad Police) ট্যাগও করেন। ভিডিয়োতে গাড়ির নম্বরও দেখা যাচ্ছিল। যা মুহূর্তেই ভাইরাল হতে শুরু করে।
এরপরই গাজিয়াবাদ ট্র্যাফিক পুলিসের তরফ থেকে একটি টুইট করা হয়। যেখানে জানানো হয়, টুইটারে পাওয়া অভিযোগ খতিয়ে দেখে, ট্র্যাফিক নিয়ম না মানার জন্য ওই গাড়ির মালিকের বিরুদ্ধে ২০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। টুইটারে একটি ই-চালানের ছবিও আপলোড করা হয়। যাতে গাড়ির মালিকের নাম, চালান নম্বর-সহ সব তথ্য দেওয়া রয়েছে।
https://twitter.com/scribe_prashant/status/1510073869977395204?s=20&t=ivvG5DM-ZN4ZpXCzyibYxw
श्रीमान जी ट्वीटर पर प्राप्त शिकायत का संज्ञान लेते हुए उक्त वाहन स्वामी के विरुद्ध यातायात नियमों का उल्लंघन करने पर कुल 20000 रू0 की चालानी कार्यवाही की गई। pic.twitter.com/CHyJRemWaE
— GZB Traffic Police (@Gzbtrafficpol) April 1, 2022
ওই চালান অনুসারে, ঘটনাটি শুক্রবার, ১ এপ্রিল বুলন্দশহর (Ghaziabad on Bulandshahr Road) রোডের গাজিয়াবাদের শিল্পাঞ্চলের ১৩ নম্বর সেক্টরের ঘটনা। সময় উল্লেখ করা হয়েছে রাত ৮টা। গাড়ির মালিককে রেজিস্ট্রেশন স্থগিত বা বাতিল করা, কর্তৃপক্ষের দেওয়া আইনানুগত নির্দেশ অমান্য করা, বায়ু দূষণের ক্ষেত্রে নির্ধারিত মান লঙ্ঘণ এবং যাত্রীদের গাড়ির উপরে নিয়ে গাড়ি চালানোর জন্য একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে।
মত্ত যুবকদের কী হল তা অবশ্য স্পষ্ট নয়।