নয়াদিল্লি: স্বাধীনতার পর প্রথমবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের (Indian High Commission) প্রধান হচ্ছেন এক মহিলা। পাকিস্তানে থাকা ভারতীয় দূতাবাসের মাথায় বসতে চলেছেন গীতিকা শ্রীবাস্তব (Geetika Srivastava)। ভারত এবং পাকিস্তানের (Pakistan) কূটনৈতিক সম্পর্কের জেরে বর্তমানে উভয় দেশেরই দূতাবাসে কোনও কমিশনার নেই। এই আবহে হাইকমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ‘চার্জে দে অ্যাফেয়ার্স’ গীতিকা।
গীতিকা শ্রীবাস্তব ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নতুন চার্জ ডি’অ্যাফেয়ার্স হবেন। এই পদে অধিষ্ঠিত প্রথম মহিলা তিনিই৷ বর্তমানে ইন্দো-প্যাসিফিক বিষয়ক যুগ্ম সচিব পদে রয়েছেন গীতিকা শ্রীবাস্তব। ২০০৫ সালের ফরেন সার্ভিস ক্যাডারের অফিসার তিনি। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত চিনে ভারতীয় হাইকমিশনে কাজ করেছেন। কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত মহাসাগর অঞ্চল বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন। দায়িত্ব পালন করেছেন ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভাগীয় ডিরেক্টর হিসাবেও। গীতিকা কবে দায়িত্ব নিচ্ছেন তা অবশ্য বিদেশমন্ত্রকের তরফে এখনও জানানো হয়নি। তবে শীঘ্রই তিনি যাচ্ছেন তা জানিয়েছে নয়াদিল্লি। বর্তমানে বিদেশ মন্ত্রকের (MEA) যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন ডাঃ এম সুরেশ কুমার। তিনি সম্ভবত দিল্লিতে ফিরে আসবেন।
আরও পড়ুন: জি ২০ সম্মেলনে আসবেন না পুতিন, ইউক্রেন নিয়ে অস্বস্তি এড়াতেই সিদ্ধান্ত
যদিও চাকরিতে বেশ কিছু দায়িত্ব রয়েছে, একজন চার্জ ডি’অ্যাফেয়ার্স হলেন একজন কূটনীতিক যিনি রাষ্ট্রদূত বা হাইকমিশনারের অনুপস্থিতিতে অস্থায়ীভাবে একটি বিদেশী দেশে একটি কূটনৈতিক মিশনের প্রধান হন। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লির বেনজির টানাপড়েন চলছে। এর আগে পুলওয়ামা হামলার পর থেকেই দুই দেশের সম্পর্ক অবনতি ঘটে থাকে। এই আবহে হাইকমিশন বন্ধ না করলেও কোনও দেশিই অপর দেশে হাইকমিশনার নিযুক্ত করেনি। সম্প্রতি নয়াদিল্লির পাক হাই কমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্স পদে সলমন শরিফের বদলে এসেছেন সাদ ওয়ারিচ। তিনি পাক বিদেশ মন্ত্রকের আফগানিস্তান, ইরান এবং তুরস্ক ডেস্কের পরিচালক পদে ছিলেন। এবার পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের প্রধান হিসেবে এক মহিলা আধিকারিককে পাঠাচ্ছে ভারত।