নয়াদিল্লি : সাংবাদিক-সমাজকর্মী গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্তদের বিরুদ্ধে কোকা আইন (অপরাধীদের বিরুদ্ধে কর্নাটক সরকারের বিশেষ আইন) বলবৎ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ আজ তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ আগামী বছর ২৩ এপ্রিলের মধ্যে এই আইন বলবৎ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে আদালত ৷ সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বলেছে, লঙ্কেশ হত্যা মামলার আসামিদের কর্নাটক নিয়ন্ত্রণ সংগঠিত অপরাধ আইন (কোকা)-এর অধীনে অভিযুক্তদের মুখোমুখি হতে হবে ।
আজ বিচারপতি এ এম খানভিলকারের নেতৃত্বাধীন বেঞ্চ কর্নাটক হাই কোর্টের একটি রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় । যে রায়ে গৌরী লঙ্কেশ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মোহন নায়ক-এর বিরুদ্ধে কোকা-র অধীনে অভিযোগ বাতিল করে দেওয়া হয় । এর পরই কর্নাটক হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন গৌরী লঙ্কেশের বোন কবিতা । সেই বিষয়ই আজ নিজেদের সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট ৷
আরও পড়ুন দিওয়ালির আগেই সুখবর, DA বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের
পশ্চিম বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগরে ২০১৭ সালে রাতে নিজের বাড়ির সামনেই খুন হন সাংবাদিক গৌরী লঙ্কেশ । বাইকে চেপে এসে তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে গুলি করে খুন করে । প্রথম দিকে তদন্ত নিয়ে নানা অভিযোগ সামনে আসতে থাকে ৷ নিজেদের গা বাঁচাতে সিট গঠন করে কর্নাটক সরকার ৷ কিন্তু, তাতেও কোনও ফল না পাওয়া যাওয়ায় অপরাধীদের খুঁজে দিতে পারলে ১০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে কর্নাটক সরকার ৷
আরও পড়ুন মুম্বই মাদক মামলা: বাবার চাঙ্কি পাণ্ডের সঙ্গে এনসিবি দফতরে অনন্যা
অবশেষে চাপে পড়ে কোকা ধারায় মামলা দায়ের করে তদন্ত এগিয়ে যায় কর্নাটক পুলিশ ৷ তদন্তের ভিত্তিতে মোট ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ । যাদের মধ্যে মূল হত্যাকারী মোহন নায়েক ছাড়াও এমন অনেকে রয়েছে যারা ষড়যন্ত্রের অংশ ছিল । যদিও এখনও পর্যন্ত ওই মামলায় কোনও ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়নি । এখনও বিচার চলছে ।