কলকাতা: সাধারণের জন্য এবার খানিকটা স্বস্তি খবর৷ শীঘ্রই সস্তা হতে পারে রান্নার গ্যাসের দাম৷ যে কোনও সময় এলপিজি সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফে৷১ সেপ্টেম্বর থেকে উজ্জ্বলা প্রকল্পে এলপিজি সিলিন্ডারে ভর্তুকি বেড়ে ৪০০ টাকা হল। জানা গিয়েছে, সিলিন্ডার পিছু ২০০ টাকা পর্যন্ত কমানো হতে পারে দাম।
বর্তমানে ১৪ কিলোগ্রামের রান্নার গ্যাসের দাম ১ হাজার ৫৩ টাকা৷ কলকাতায় ১ হাজার ৭৯ টাকা৷ মুম্বইয়ে ১৪ কিলোগ্রামের রান্নার গ্যাসের দাম ১০৫২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১০৬৮.৫০ টাকা। চলতি মাসের শুরুতে ১৯ কিলোর কর্মাশিয়াল এলপিজি’র দাম কমানো হয়েছিল ৯৯.৭৫ টাকা৷
আরও পড়ুন: মেট্রো শহরে তেলের দামে বদল! জানুন আজ পেট্রল-ডিজেলের দাম
উজ্জ্বলা যোজনায় বছরে ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডার ভর্তুকি মূল্যে দেওয়া হয়। ২০০ টাকা থেকে বেড়ে ৪০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কেন্দ্রের সিদ্ধান্তে উপকৃত হতে চলেছে প্রায় ৯ কোটি গ্রাহক।