হায়দরাবাদ: ব়্যাগিংয়ের (Ragging ) অভিযোগে গান্ধী মেডিক্যাল কলেজের (Hyderabad’s Gandhi Medical College) ১০ পড়ুয়াকে সাসপেন্ড করা হল। ওই পড়ুয়াদের বিরুদ্ধে প্রথম বর্ষের এক পড়ুয়ার অভিযোগ তলেন। অভিযোগের ভিত্তিতে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। কলেজের অধিকর্তা রমেশ রেড্ডি জানান, কলেজে ব়্যাগিং কোনও ভাবে বরদাস্ত করব না।
সম্প্রতি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) প্রথম বর্ষের পড়ুয়ার ব়্যাগিংয়ে জেরে মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ব়্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয়ের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। এই আবহে ব়্যাগিং গান্ধী মেডিক্যাল কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ উঠল।
গান্ধী মেডিক্যাল কলেজের সিনিয়ার এমবিবিএস (MBBS)ছাত্ররা জুনিয়ারদের উপর ব়্যাগিং অভিযোগ ওঠে। যে সমস্ত ছাত্ররা ব়্যাগিংয়ের শিকার হয়েছে, তাঁরা সরাসরি ইউজিসি-র অ্যান্টি-ব়্যাগিং সেলে অভিযোগ জানান। সেই অভিযোগ পেয়েই ইউজিসি-র অ্যান্টি ব়্যাগিং সেল গান্ধী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়। তদন্তে নেমে জুনিয়ারদের ব়্যাগিং করার অভিযোগে ১০ মেডিক্যাল পড়ুয়াকে সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ছাত্রকে শাস্তি, স্কুলের শিক্ষককে বেধরক মারধরের অভিযোগ অবিভাবকের বিরুদ্ধে
কলেজের এক আধিকারিক জানান, ব়্যাগিং করার অভিযোগে ১০ ছাত্রকে সোমবারই সাসপেন্ড করা হয়। এক বছরের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে। এক বছরের জন্য হস্টেল থেকেও বিতাড়িত করা হয়েছে।