Placeholder canvas
কলকাতা সোমবার, ২১ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
সরকারি পদ ‘বিক্রির’ অভিযোগ ইয়েদুরাপ্পা পরিবারের বিরুদ্ধে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: Pallabi Dutta
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১, ০৪:৩৪:১৮ পিএম
  • / ৫০৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: Pallabi Dutta

বেঙ্গালুরু: কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয়৷ এবার তাঁদের বিরুদ্ধে টাকার বিনিময়ে সরকারি উচ্চ পদ পাইয়ে দেওয়ার অভিযোগ আনলেন রাজ্যের এক সিনিয়র ইঞ্জিনিয়ার ড. এম সুধীন্দ্র রাও৷ কর্ণাটক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি৷ কিন্তু মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সীমাহীন টাকার লোভের ক্ষিদে মেটাতে না পারায় অনৈতিকভাবে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ ঘটনার কথা সামনে আসার পরই ইয়েদুরাপ্পা সরকারকে চেপে ধরেছে কংগ্রেস৷ গোটা ঘটনায় তারা বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছে৷ কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ তোপ দেগে বলেন, ‘কোভিডের বিরুদ্ধে নয়, বরং রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতি টিকিয়ে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছেন৷’

আরও পড়ুন: স্ত্রীর অভিযোগে ভুয়ো সিবিআই অফিসারের পর্দাফাঁস

২০১৯ সালের ৩০ ডিসেম্বর কেএসপিসিবি-র চেয়ারম্যান পদে বসেন ড. এম সুধীন্দ্র রাও৷ এই পদ পেতে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এক আত্মীয় এবং জেলা পঞ্চায়েতের সভাপতি মারিস্বামীর সঙ্গে তাঁর ১৬ কোটি টাকার ‘ডিল’ হয়৷ অভিযোগ, চেয়ারম্যান পদে বসার পর থেকেই মারিস্বামী তাঁকে ১৬ কোটি টাকা মেটানোর জন্য চাপ দিতে থাকে৷ টাকা মেটাতে ফ্ল্যাট, সোনা ও রুপোর গয়না এবং অন্যান্য সম্পত্তি বেচে দেন এম সুধীন্দ্র রাও৷ এমনকী বেসরকারি ব্যাঙ্ক থেকে ২ কোটি টাকা লোন নেন৷ সব মিলিয়ে গত বছর লকডাউনের আগে নগদে মোট ৯.৭৫ কোটি টাকা তিনি মারিস্বামীকে দেন৷

এর পর তাঁর সঙ্গে পরিচয় হয় মুখ্যমন্ত্রীর ছোট ছেলে বি ওয়াই বিজেয়ন্দ্র, নাতি শশীধর মারাদি এবং আত্মীয় সঞ্জয় শ্রীর সঙ্গে৷ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান হওয়ার সুবাদে তাঁর কাছে বিভিন্ন বেসরকারি সংস্থার ফাইল পাঠাতে থাকেন ওই তিন জন৷ ওই ফাইলগুলিতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে আবেদন করা হয়েছিল৷ এম সুধীন্দ্র রাওয়ের অভিযোগ, তাঁর সইয়ের জন্য মুখ্যমন্ত্রীর পরিবার সংশ্লিষ্ট সংস্থাদের কাছ থেকে ৬০ কোটি টাকা ঘুষ আদায় করে৷ কয়েকটি ফাইল অনুমোদনের জন্য খোদ মুখ্যমন্ত্রীও তাঁকে ফোন করে ‘চাপ’ দেন বলে অভিযোগ৷ সরকারি সফরে বিদেশে থাকাকালীনও বি এস ইয়েদুরাপ্পা তাঁকে ফোন করতেন৷ বলতেন, ‘ওগুলি জরুরি ফাইল৷ দ্রুত সই করে দিতে হবে৷’

এক স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সুধীন্দ্র রাও বলেন, ‘আমার পক্ষে ফাইলগুলিতে সই করা খুবই কষ্টকর ছিল৷ দূষণ নিয়ন্ত্রণ আইনের পরোয়া না করেই এনওসি-র জন্য আবেদন করেছিল সংস্থাগুলি৷ যদিও আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আপনার নির্দেশে ফাইলগুলিতে সই করে দিয়েছি৷ তাতে বেশ খুশিই হয়েছিলেন ইয়েদুরাপ্পা৷ আমাকে পরের দিন বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন৷’ কিন্তু ইয়েদুরাপ্পার আত্মীয়দের কাছে এ ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন৷ অভিযোগ, এর পরই তাঁকে পদ থেকে সরানোর হুমকি দেওয়া হয়৷

আরও পড়ুন: তালিবান আতঙ্কে ৫০ কূটনীতিবিদ, জওয়ানকে দেশে ফেরাল ভারত

অভিযোগ, মুখ্যমন্ত্রীর আত্মীয়রা তাঁর স্বাক্ষর জোগাড় করে ইস্তফাপত্র তৈরি করে৷ সেই ইস্তফাপত্র সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়৷ সরকারও সেই পদত্যাগপত্র গ্রহণ করে নেয়৷ অথচ সুধীন্দ্র রাওয়ের দাবি, তিনি কোনও পদত্যাগপত্র সরকারের কাছে পাঠাননি৷ ২০২০ সালের ২ মে তাঁকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ পদ খুইয়ে তিনি মারিস্বামীর সঙ্গে দেখা করেন৷ সেই ৯.৭৫ কোটি টাকা ফেরত চান৷ কিন্তু মারিস্বামী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন৷ উপায় না পেয়ে তিনি মুখ্যমন্ত্রীর ছেলের সঙ্গে দেখা করেন৷ তাঁকে নিজের পরিস্থিতির কথা বলেন৷ জানান, এখন তিনি নিঃস্ব৷ বাড়ি, গাড়ি, গয়না সব বেচে দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী ছেলে তাঁকে অন্য সরকারি সংস্থায় চেয়ারম্যানের পদ অফার করেন৷ সেই পদের জন্য সুধীন্দ্রর কাছে ৫ কোটি টাকা চাওয়া হয়৷ সুধীন্দ্র এবার হাত তুলে দেন৷ তার পরই নিজের দুর্দশার কথা জনসমক্ষে আনার সিদ্ধান্ত নেন৷

এমন ইস্যু পেয়ে লুফে নিয়েছে কংগ্রেস৷ জানিয়েছে, এত অভিযোগ সত্ত্বেও মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের কোনও লজ্জাবোধ নেই৷ একের পর এক দুর্নীতির ঘটনায় তাদের নাম জড়িয়ে যাচ্ছে৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইয়েদুরাপ্পার অবিলম্বে সরে দাঁড়ানো উচিৎ৷ কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতির নজরদারিতে বিচারবিভাগীয় তদন্ত হওয়া দরকার৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে সনাতনী হিন্দু সভা! মিলল না পুলিশি অনুমোদন, দ্বারস্থ হাইকোর্টে
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
দেউচা পাচামিতে ১ লক্ষ কর্মসংস্থান: মমতা
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
গরমে তেষ্টা মেটাতে কোল্ড ড্রিঙ্কসই ভরসা? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানেন?
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
‘দেবী চৌধুরানী’র পোস্ট প্রোডাকশান শেষ! দর্শকরা অপেক্ষায় প্রসেনজিৎ- শ্রাবন্তীর নতুন ছবির জন্য
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
লেডিস স্পেশালে এবার উঠতে পারবেন পুরুষরাও, কামরা ভাগ করে দিল রেল
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
চরম জলসংকটে মহারাষ্ট্র, সোশ্যাল মিডিয়ায় দিলীপকে খোঁচা কুণালের
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
আমেরিকার কথায় বেজিংয়ের ক্ষতি করলে ব্যবস্থার হুঁশিয়ারি চীনের
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
বৈশাখের সাজে নজর কাড়া মেহজাবিন
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
নিহত মাও নেতা প্রয়াগ মাঞ্জি ওরফে বিবেকের মাথার দাম ছিল ১ কোটি, ১০০-র বেশি মামলায় ওয়ান্টেড
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
আসছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’, চমক দিতে চলেছেন শাশ্বত
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
স্ত্রীকে পাশে নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অরিজিৎ সিং
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
স্থগিত হয়ে গেল শেখ শাহজাহানের জামিনের শুনানি
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
করুণাময়ী থেকে SSC অফিস পর্যন্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মিছিল
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
প্রকাশিত বিসিসিআই-এর বার্ষিক চুক্তি, ঠাঁই পেলেন রোহিত-কোহলি?  
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
প্রয়াত পোপ ফ্রান্সিস, জানিয়ে দিল ভ্যাটিকান
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team