ভুবনেশ্বর: কুপিয়ে খুন করা হল সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ধ্রুবরাজ নায়েককে৷ রবিবার সকালে বিনা অনুমতিতে তাঁর বাড়িতে মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে এক যুবক৷ প্রাক্তন উপাচার্যের কাছে ১০০ টাকা চায়৷ এ নিয়ে বচসা শুরু হলে ধ্রুবরাজ নায়েককে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন ওই যুবক৷ গুরুতর জখম হন তিনি৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
আরও পড়ুন: শ্বশুরের হাতে ধর্ষণের পর কনস্টেবল স্ত্রীকে তালাক দিল স্বামী
এই ঘটনা ওড়িশার ঝাড়সুগুদার৷ হামলার পরই পালিয়ে দেয় আততায়ী৷ মৃতের ভাই অর্জুন নায়েক বলেন, ‘ওই ছেলেটি বাড়ির ভিতর বেডরুমে ঢুকে পড়ে৷ দাদা তখন ঘরে ছিল না৷ বাড়ি ফিরলে, ছেলেটাকে ঘরে দেখে বিরক্ত হন। দু’জনে বচসায় জড়িয়ে পড়ে। এর পরই দাদার উপর হামলা।’
আরও পড়ুন: ডেল্টা-যুদ্ধে আদৌ সফল টিকা? ১০ দিনে রিপোর্ট
হামলার খবর পেয়ে তদন্তে নামে লাইকেরা থানার পুলিশ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, আততায়ী মদ্যপ অবস্থায় ছিল৷ কু়ড়ুল জাতীয় ধারাল অস্ত্র দিয়ে ধ্রুবরাজ নায়েকের উপর হামলা হয়েছে৷ প্রাক্তন উপাচার্যের শরীরে আঘাতের চিহ্ন মিলেছে৷ ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷ আততায়ীকে জেরা করছে পুলিশ৷ খুনের পিছনে অন্য কোনও মোটিভ ছিল না জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷