নয়াদিল্লি: মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন সম্প্রতিই। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। তারপর থেকে বিজেপিতে যোগদান করা নিয়ে অমরিন্দর সিংকে ঘিরে ক্রমশই জল্পনা বাড়ছিল। বৃহস্পতিবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন তিনি নিজেই। বিজেপিতে যোগ দিচ্ছেন না, বলে স্পষ্ট জানালেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তবে বিজেপিতে যোগদান না করলেও কংগ্রেসেও থাকতে অনীহা প্রকাশ করেন তিনি। গত ১৮ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন পঞ্জাবের এই প্রবীন নেতা।
বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, আমি বিজেপিতে যোগ দিচ্ছি না,এমনকী কংগ্রেসেও বেশীদিন থাকতে চাননা বলে জানিয়েছেন তিনি। কংগ্রেস সূত্রে খবর, বিক্ষুব্ধ অমরিন্দরের মান ভাঙানোর চেষ্টা করছেন অম্বিকা সোনি ও কমল নাথের মতো কংগ্রেসের সিনিয়র নেতৃত্ব। কারণ আগামী পঞ্জাব নির্বাচনের আগে অমরিন্দর ‘হাত ছাড়া’ হলে বড়সড় ধাক্কা খেতে পারেন সোনিয়া-রাহুলেরা। সেই বিষয়ে সন্দেহ নেই কংগ্রেস শিবিরে। সেই কারনেই কংগ্রেস অমরিন্দরকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছে বলে মনে করছে রাজনৈতিকমহল। যদিও গত মঙ্গলবার থেকে দিল্লিতে রয়েছেন অমরিন্দর। তা সত্বেও এখনও পর্যন্ত সোনিয়ার সঙ্গে সাক্ষাত্ হয়নি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
Amarinder Singh To NDTV: “Not Joining BJP But Leaving Congress” https://t.co/QqRGbeiMcX pic.twitter.com/ntxSu0sUCS
— NDTV News feed (@ndtvfeed) September 30, 2021
অন্যদিকে পারস্পারিক দ্বন্দ্ব সরিয়ে নবজ্যেত সিং সিধুকে কথা বলার আহ্বান জানিয়েছেন পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চান্নি। সদ্য গঠিত মন্ত্রিসভায় মন্ত্রীদের নিয়ে সম্প্রতি আপত্তি জানিয়েছিলেন নবজ্যেত সিং সিধু। গত মঙ্গলবার সেই ইস্যুতেই রাজ্যের প্রদেশ সভাপতির পদ থেকে ইস্তফা দেন সিধু। কিন্তু তারপর থেকেই সিধুর আপে যোগদান নিয়ে জল্পনা ছড়াতেই অস্বস্তি বাড়ে কংগ্রেসের। আগামী পঞ্জাব ভোটের আগে সিধুকে হাত ছাড়া না করতেই কথা বলার আহ্বান জানিয়েছেন চান্নি। এমনটাই মনে করছে রাজনৈতিকমহল।