ওয়েবডেস্ক: চোখে লঙ্কার গুঁড়ো, তারপরে হাত পা বেঁধে, দেহে একাধিক ছুরির কোপ! নৃশংস খুন! প্রাক্তন পুলিশ কর্মকর্তা খুন আটক স্ত্রী ও তার মেয়ে! কর্নাটকের প্রাক্তন ডিজিপি ওমপ্রকাশের (Former Karnataka Police chief Om Prakash) মৃত্যু ঘিরে রহস্য। রবিবার বেঙ্গালুরুতে প্রাক্তন এই পুলিশ কর্মকর্তার দেহ উদ্ধার হয়েছে। বুকে, তলপেটে একাধিক আঘাত।
পুলিশের প্রাথমিক ধারণা ওম প্রকাশের স্ত্রী পল্লবীর (Pallavi) দিকে। ওম প্রকাশ ১৯৮১ ব্যাচের একজন ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার (Indian Police Service officer) ছিলেন। ২০১৫ সালের মার্চে তিনি ডিজিপির (DGP) দায়িত্ব নেন।
একটি সূত্রের খবর, রবিবার বিকেলে প্রাক্তন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার স্ত্রী পল্লবীর কোনও কারণে অশান্তি হয়েছিল।
ওমপ্রকাশের চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে মারেন তিনি। এর তার হাত বেধে তার দেহে ধারালো কিছ দিয়ে একাধিক আঘাত করা হয়। কাচের বোতল দিয়েও প্রাক্তন পুলিশ কর্মকর্তার উপরে হামলা চালানো হয়েছিল। হত্যার পর পল্লবী অন্য এক পুলিশ অফিসারের স্ত্রীকে জানায়, সে তার স্বামীকে হত্যা করেছে। যে মহিলাকে ফোন করেছিলেন তিনি তার স্বামীকে বিষয়টি জানান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পল্লবী এবং তাদের মেয়েকে আটক করে। মা ও মেয়েকে এখন প্রায় ১২ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরও পড়ুন: ভারতে পা রাখলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, দেওয়া হল গার্ড অফ অনার
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ওমপ্রকাশ তার সম্পত্তি পল্লবীর এক আত্মীয়ের নামে হস্তান্তর করেছিলেন, সেখান থেকেই এই অশান্তির সূত্রপাত। পুলিশের অনুমান, মায়ের সঙ্গে মেয়েও এই হত্যাকাণ্ডে জড়িত। ওম প্রকাশের ছেলে কার্তিকেয় অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।
ওমপ্রকাশের ছেলে কার্তিকেয়র দাবি, তার মা আর বোন অবসাদে ভুগছিলেন, দুজনে বাবাকে খুনের হুমকি দিয়েছিল। হুমকির পর, ওম প্রকাশ তার বোনের বাড়িতে চলে যান। দুদিন আগে বাবা বাড়ি ফিরেছিলেন। কিন্তু বোন বাবাকে বাড়ি ফিরতে আসতে বলে, তার পর বাবা বাড়ি আসে। এই ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, প্রতিবেশীরাই এই খবর দেয় তাঁকে।
কার্তিকেয় জানান, বিকেল ৫:৪৫ নাগাদ আমি বাড়ি ফিরে দেখি, মেঝেতে পড়েছে বাবার রক্তাক্ত দেহ। সারা ঘর ঘিরে রয়েছেন পুলিশ অফিসারেরা।বাবার মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃতদেহের পাশে একটি ভাঙা কাচের বোতল এবং একটি ছুরি পাওয়া গেছে। এরপর তাকে সেন্ট জনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত বলে জানানো হয়।
বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার বিকাশ কুমার জানিয়েছেন, ভোর ৪টার দিকে অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যুর খবর পুলিশকে জানানো হয়।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, ” কর্নাটকের প্রাক্তন ডিজিপি ওমপ্রকাশ খুন হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিক জানা গেছে স্ত্রী অপরাধটি করেছেন, তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ্য। ২০১৫ সালে আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম তখন তিনি আমার সঙ্গে কাজ করেছিলেন। ওমপ্রকাশ একজন ভালো অফিসার এবং একজন ভালো মানুষ ছিলেন।‘
দেখুন অন্য খবর: