সিমলা: ভারতীয় রাজনীতিতে ইন্দ্রপতন। প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ৩ টে ৪০ মিনিট নাগাদ সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর।
৯ বারের বিধায়ক বীরভদ্র টানা ৬ বার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। ১৯৯৮ থেকে ২০০৩ সাল অবধি বিরোধী দলনেতার ভূমিকাও পালন করেন তিনি। পাঁচবারের সাংসদ বীরভদ্র পর্যটন ও অসামরিক উড়ান মন্ত্রক, শিল্প মন্ত্রক, স্টিল ও ক্ষুদ্র শিল্প মন্ত্রকের দায়িত্বও সামলেছেন।