কলকাতা: ক্রিকেট (Cricket) কেরিয়ারে ইতি। মাত্র ৩৪ বছর বয়সেই ক্রিকেট থেকে সরে রাজনীতির ময়দানে নামলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কেদার যাদব। বিরাট কোহলিদের (Virat Kohli) প্রাক্তন এই সতীর্থ মাত্র কয়েক বছর আগেও ভারতীয় দলের জার্সিতে ছক্কা হাঁকিয়েছেন। এবার তিনি নাম লেখালেন রাজনীতিতে। জনগণের জন্য কাজ চালিয়ে যেতে চান তিনি। মঙ্গলবার মুম্বইয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
আরও পড়ুন: যাদবপুরের তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আগুন! ফের অভিযুক্ত ইন্দ্রানুজ
২০২৪ সালের জুন মাসে ক্রিকেট থেকে অবসর নেন কেদার যাদব। ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত ক্রিকেট কেরিয়ার তাঁর। জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেন কেদার।
আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতেন তিনি। ২০১৮ সালে সিএসকে-র চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কেদারের। গোটা আইপিএলে ৯৫টি ম্যাচ খেলেন তিনি। ২০১০ সালের আইপিএল মরসুমে কোচি টাস্কার্স কেরলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে কেদার যাদবের।
দেখুন আরও খবর: