নয়াদিল্লি: ‘এক দেশ এক ভোটে’র (One Nation One Election) প্রস্তাবকে সমর্থন করলেন দেশের তিন প্রাক্তন প্রধান বিচারপতি। ‘এক দেশ এক ভোট'(One Nation One Election) নিয়ে বিশিষ্টদের মতামত নিচ্ছে যৌথ সংসদীয় কমিটি। ওই কমিটিই মতামত চেয়েছিল প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Ex-CJI DY Chandrachud)। সেখানেই প্রাক্তন প্রধান বিচারপতি নিজের সমর্থন জানিয়েছেন। সূত্রের খবর, যৌথ সংসদীয় কমিটিকে নিজের মতামত জানাতে গিয়ে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং প্রাক্তন প্রধান বিচারপতি জে এস খেহের।
এক দেশ এক ভোট নিয়ে বিশিষ্টদের মতামত নিচ্ছে যৌথ সংসদীয় কমিটি। ওই কমিটিই মতামত চেয়েছিল চন্দ্রচূড়ের। বিজেপির সুরে সুর মিলিয়ে সংসদীয় কমিটিতে ‘এক দেশ এক ভোটে’র প্রস্তাবকে সমর্থন করলেন চন্দ্রচূড়। যৌথ সংসদীয় কমিটিকে নিজের মতামত জানাতে গিয়ে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হওয়ার বিপক্ষে যা যা যুক্তি বিরোধীরা খাড়া করেছিল, সবটাই পালটা যুক্তিতে খণ্ডন করেছেন চন্দ্রচূড়। চন্দ্রচূড়ের সুরে সুর মিলিয়েই প্রাক্তন প্রধান বিচারপতি জেএস খেহের এবং রঞ্জন গগৈ এক দেশ এক ভোটের প্রস্তাবকে সমর্থন করেছেন। এমনকী চন্দ্রচূড়ের মতোই প্রস্তাবিত বিলে নির্বাচন কমিশনকে যে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে সেটারও বিরোধিতা করেছেন বিচারপতি গগৈ। তিনি জানিয়েছেন, কোনও রাজ্যে ভোট স্থগিত রাখার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকা উচিত নয়। কেন্দ্রীয় সরকারের হাতে এই ক্ষমতা থাকাটা বাঞ্চনীয়।
আরও পড়ুন: হিন্দি ভাষার বিরুদ্ধে নই, আপত্তি চাপিয়ে দেওয়ায়, বার্তা উদ্ধব শিবিরের
এক দেশ, এক ভোট’(One Nation One Election) বিলের খসড়া অনুযায়ী, কখনও সংখ্যাগরিষ্ঠতার অভাবে যদি বিধানসভা বা লোকসভা ভেঙে যায়, তা হলে শুধুমাত্র মেয়াদের বাকি সময়টুকুর জন্য লোকসভা বা বিধানসভা উপনির্বাচন হবে। তার পর থেকে সমস্ত স্তরের নির্বাচন একসঙ্গে হবে। বিরোধীদের অভিযোগ, বিধানসভা-লোকসভা-পুরসভা-পঞ্চায়েত ভোট একসঙ্গে হলে গণতন্ত্রের বৈচিত্র নষ্ট হবে।
অন্য খবর দেখুন