ওয়েবডেস্ক- গত চার মাসে মহারাষ্ট্রে (Maharastra) মৃত্যু হয়েছে ২২ টি (Tiger) ও ৪০ টি চিতার (Cheetah) , উদ্বেগজনক রিপোর্ট পেশ করল ফড়নবীশ সরকার (Fadnavis government) । শুক্রবার মহারাষ্ট্রের বনমন্ত্রী গণেশ নায়েক (Maharashtra Forest Minister Ganesh Naik) বিধানসভায় এই উদ্বেগজনক রিপোর্ট করেন। বনমন্ত্রী জানান, মহারাষ্ট্রে বিগত চারমাসে ২২ টি বাঘ, ৪০ টি চিতার পাশাপাশি ৬১টি অন্য বন্যপ্রাণের মৃত্যু হয়েছে।
বিধানসভায় (Assemble) বিরোধীদের প্রশ্নের উত্তরে বনমন্ত্রী চলতি বছরে জানুয়ারি থেকে এপ্রিল এই চারমাসে ২২ টি বাঘের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১৩টি বাঘের মৃত্যু হয়েছে প্রাকৃতিকভাবে। এর মধ্যে ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে ৪টি বাঘ, বাকি ৪টি বাঘ গাড়ি, রেল ও কুয়োয় পড়ে মারা গিয়েছে।
অপর একটি বাঘের মৃত্যুর কারণ অজানা। অপরদিকে ৪০ টি চিতার মধ্যে ৮ টি চিতা মারা গিয়েছে প্রাকৃতিক কারণে, ২০ টি চিতার মৃত্যু হয়েছে দুর্ঘটনাজনিত কারণে। তিনটি চিতা মারা গিয়েছে চোরাশিকারিদের হাতে। বাকি ৯ টি বাঘের মৃত্যু কারণ এখনও স্পষ্ট নয়।
৬১টি অন্যান্য বন্যপ্রাণের মৃত্যু হয়েছে তার মধ্যে ২৩টি প্রাকৃতিকভাবে, ৪টি চোরাশিকারের কারণে, ২৪টি রাস্তার কুকুরের আক্রমণে মারা গেছে। ৪টি ইলেক্ট্রিক শক ও ২১ টি প্রাণীর মৃত্যু কারণ স্পষ্ট নয়। অপরদিকে নাসিকে এই সময়কালে ২১ জন মানুষের মৃত্যু হয়েছে বন্যপ্রাণীর আক্রমণে।
আরও পড়ুন- সব পোশাকে মন্দিরে প্রবেশ নয়! মহিলাদের জন্য ‘ফতোয়া’ জারি বজরং দলের
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যপ্রাণীর মৃত্যু রুখতে প্রশাসনের সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। বাঘেদের সুরক্ষায় প্রতিটি জেলায় বিশেষ কমিটি গঠন করা হয়েছে। চাষের জমিতে খুঁটি পুঁতলে তার জন্য যদি কোনও বন্যপ্রাণ প্রাণীর মৃত্যু হয়, তার জন্য কোনও বন্যপ্রাণের মৃত্যু হয় সেক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সরকারের রিপোর্ট অনুযায়ী, ২০২২ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মহারাষ্ট্রে ১০৭টি বাঘ ও ৭০৭টি বাঘের মৃত্যু হয়েছে।
দেখুন আরও খবর-