জয়পুর: বিদেশীনিকে অশ্লীলভাবে ছোঁয়ার ঘটনার সাক্ষী থাকলো রাজস্থানের (Rajasthan) জয়পুর (jaypur)। বিনা অনুমতিতে এক বিদেশী মহিলা পর্যটককে অশ্লীল ভাবে স্পর্শ করে জয়পুরের এক অটো চালক। বিদেশী পর্যটককে প্রকাশ্যে হেনস্থার পরও তিনি কিছু বলেননি। শুধু নিজের শরীর থেকে অটো চালকের হাত সরিয়ে দিতে শুরু করেন বার বার। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। নিন্দার ঝড় বয়ে যায়। ঘটনার জেরে লজ্জিত দেশের সমস্ত মানুষ।
ভিডিওটি শেয়ার করেছেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল। ভিডিয়োটি শেয়ার করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং রাজস্থান পুলিশকেও ট্যাগ করেন। অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে যাতে করে পদক্ষেপ করা হয় সে নিয়েও রাজস্থান পুলিশের কাছে আবেদন জানান তিনি। স্বাতী মালিওয়াল দাবি, এই ঘটনার সঙ্গে দেশের ম্যান সম্মান জড়িয়ে আছে। তাই অভিযুক্তের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হোক বলে দাবি করেন স্বাতী মালিওয়াল।
আরও পড়ুন: Ashes Series | অ্যাশেজে নয়া ঝামেলা, পরিবেশপ্রেমীদের ঠেকাতে ‘দৌড়বিদ’ নিয়োগ হেডিংলির মাঠে
Just came across this video where this man can be seen inappropriately touching a foreign tourist. It is very shameful. Tagging @ashokgehlot51 and @PoliceRajasthan for action. These incidents are bringing bad name to the nation! pic.twitter.com/1eo9u6Baky
— Swati Maliwal (@SwatiJaiHind) July 3, 2023
ইতিমধ্যেই ওই অটো চালকের খোঁজ শুরু হয়েছে বলেই খবর পুলিশ সূত্রে। তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানানো হয় জয়পুর পুলিশের তরফে। যদিও এখনও পর্যন্ত ওই বিদেশী পর্যটকের তরফে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।
উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে ওই মহিলা পর্যটকের সঙ্গে রয়েছেন এক পুরুষ সঙ্গী ও ওই অভিযুক্ত ব্যক্তি। তাঁরা হেসে হেসে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন তারপর হঠাৎই ওই ব্যক্তি ওই মহিলা পর্যটককে স্পর্শ করতে শুরু করে। অবশেষে ওই মহিলা বিরক্ত হয়ে ওই ব্যক্তির হাতও সরিয়ে দেন ওই মহিলা।