ওয়েবডেস্ক- অবিরাম বর্ষণে (Heavy Rain) ভূমিধসের (Landslide) জেরে বিপর্যস্ত সিকিম (Sikim)। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিম। আগামী ২৬ মে পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আইএমডি। বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে বিভিন্ন সড়ক। জলবন্দী বিভিন্ন এলাকা। চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তা সম্পূর্ণ ধসে গিয়েছে।
ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বহু পর্যটক বোঝাই গাড়ি আটকে পড়েছে। এখনও পর্যন্ত ৫০টি গাড়ি আটকে আছে বলে খবর। রাতভর এই প্রবল বৃষ্টিতে গাড়িতেই আটকে পর্যটকেরা। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই এই প্রাকৃতিক দুর্যোগ বলে জানা গেছে। এই প্রবল বর্ষণে পর্যটকদের ঝুঁকি এড়ানোর নির্দেশ দিয়েছে সিকিম প্রশাসন।
পর্যটকদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী, সিকিম পুলিশ, বিপর্যয় মোকাবিলা। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আজও উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে থাকার বার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকে। প্রচুর গাছ উপড়ে পড়েছে।
আরও পড়ুন- কেরলে এবার আগেই ঢুকছে বর্ষা, পূর্বাভাস দিল IMD
বহু জায়গায় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। উত্তর সিকিমের ফিদাং থেকে সঙ্কলং পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বিচ্ছিন্ন। ভূমিধস নেমেছে চুংথাং থেকে লাচেন পর্যন্ত রাস্তার মুন্সিথাংয়ে। মোবাইল ফোনের নেটওয়ার্কও সেইভাবে কাজ করছে না।
IMD forecasts heavy to very heavy rain across Sikkim due to cyclonic circulation over the Bay of Bengal and moisture incursion. There is a risk of floods, landslides & travel disruption, says the met department. pic.twitter.com/hhZJifGuQg
— ANI (@ANI) May 20, 2025
গত সপ্তাহের শুরুতে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের কিছু এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সঙ্গে সঙ্গে দেশের বেশ কয়েকটি রাজ্যে তীব্র দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টিপাত শুরু হয়েছে। অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ২২ মে পর্যন্ত বিচ্ছিন্নভাবে, খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আইএমডি।
দেখুন আরও খবর-