কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের পুনেতে ধরা পড়ল প্রথম জিকা ভাইরাস সংক্রমণ। যদিও সংক্রমণের মাত্রা সামান্য থাকায় আক্রান্ত রোগী ঠিকই রয়েছেন। এমনটাই জানানও হয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের তরফে।
পুনে জেলার বেলসার গ্রামে ধরা পড়ল এই সংক্রমণ। যদিও আক্রান্ত ব্যক্তি ছাড়া তাঁর পরিবারের সদস্যদের মধ্যে এই সংক্রমনের কোন উপসর্গ এখনও পর্যন্ত দেখা দেয় নি। তবে জিকা ভাইরাস আক্রান্ত ওই মহিলার শরীরে মিলেছে চিকুনগুনিয়ার জীবাণুও।
আরও পড়ুন: রাজ্যে মিউকরমাইকোসিসের বলি আরও এক, মোট মৃত ২১
জিকা ভাইরাস আক্রান্ত ওই মহিলা আপাতত ভালোই আছেন। স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে সবকিছু খতিয়ে দেখছেন। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।
আরও পড়ুন: কেরল থেকে রাজ্যে ঢুকতে আরটি-পিসিআর সার্টিফিকেট বাধ্যতামূলক
অন্যদিকে ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী মহারাষ্ট্রে। রবিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬৪৭৯। বাণিজ্য নগর মুম্বাইতে একদিনে ৩২৮ জন আক্রান্তের খবর এসেছে। মৃত্যু হয়েছে ১০ জনের।
করোনা পরিস্থিতি ব্যতিক্রম নয় পুনেতেও। সেখানেও একদিনে ২৩৩২ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এই করোনা আবহের মধ্যে এবার জিকা ভাইরাসের সন্ধান মেলায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের।