কলকাতা টিভি ওয়েব ডেস্ক: রবিবার রাতে শ্রীনগরের নীগিন লেকে ভয়াবহ অগ্নীকাণ্ডে (Nigeen Lake Fire) আটটি হাউস বোট পুড়ে গিয়েছে। এই ঘটনায় প্রাণহানি না হলেও বেশ বড় অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণ জানা না গেলেও শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে অনুমান স্থানীয়দের।
পুলিস সূত্রে খবর, গতকাল রাতে আকস্মিক অগ্নিকাণ্ডে নীগিন লেকের সদরবল এলাকার দুটি হাউস বোটে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিস। দ্রুত আগুন নেভানোর কাজে নেমে পড়ে দমকল। পাশে থাকা বোটগুলিতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার চেষ্টাও করা হয়। এই অগ্নিকাণ্ডে যে হাউস বোটগুলি সম্পুর্ণ পুড়ে গিয়েছে তাদের মধ্যে নিউ জার্সি, নিউ মহারাজা প্যালেস, ইন্ডিয়া প্যালেস, রয়্যাল প্যারাডাইসের মতো বোট রয়েছে।
আরও পড়ুন: Petrol Diesel Prices Hike: দু’সপ্তাহে ১২ বার জ্বালানির দামবৃদ্ধি, কলকাতায় কত?
পুলিস আরও জানায়, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বোটগলিতে কোনও পর্যটক ও বোটের মালিক কেউই সেই সময় ছিলেন না। এই কারণে ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান পুলিসের। পুলিসের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, তবে ঘটনার তদন্তের পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিস।